- তা আপনার নাম কী?
- ইভ, টিজ করবেন না একদম। আমি একজন নারীবাদী। দিনের বেলাই নারী স্বাধীনতা নিয়ে কথা বলি। আর রাতে বাড়িতে কুকুর পুষি। পুরুষ কুকুর। তা আপনার নাম কী?
- আমার নাম, আদম। এক নারী আপেল গাছের পুরুষ ফল খেয়ে আমি জন্মেছি। আমি 'গাহি সাম্যের গান', একদম কমিউনিস্ট ভাববেন না প্লিজ। সাম্য মানে নারী পুরুষের সাম্যতা। ইকুয়ালিটি বিফোর ল, অ্যান্ড ইকুয়ালিটি আফটার ল।
- তা আপনার পড়াশোনা কতদুর?
- গ্রাজুয়েশন ডিগ্রীধারী। বর্তমানে রাজ্যের যা অবস্থা চাকরি বাকরি হয়নি। চপ তেলেভাজার দোকানও খুলতে পারিনি। পারিনি বেকার ভাতাই নাম তুলতে, কিমবা সিভিক পুলিশে নাম নতিভুক্ত করে বাঁশের চেয়ে বেশী কঞ্চির দরদ দেখাতে। মানুষের আর চাকরিতে আগ্রহ নেই, সবাই বেকার ভাতাই সন্তুষ্ট। টাটা চলে গেল, ইনফোসিস ও ধুকতে বসেছে। যাদবপুরে ইঞ্জিনিয়ারিং এর সিট পুরণ হচ্ছেনা। ভবিষ্যতের শিক্ষকেরা গলায় দড়ি দিচ্ছে, আর বর্তমানের শিক্ষকেরা.........।
অনেক খুঁজে খুঁজে আপনাকে পেলাম বুঝলেন, নারীবাদ অমর রহে। আপনি যদি আমায় বিয়ে করে একটু দয়া করেন! ভয় পাবেন না একদম। একটু রিস্ক আছে,তবুও বিয়ের পর কাপড় ব্লাউজ সা* আরও কিছু থাকলে তা কাচব, বাসন মাজব, ঘর পরিষ্কার করব। আপনি শুধু আয় করে খাওয়াবেন। কারণ আমি একজন প্রতিষ্ঠিত বেকার।
- দেখুন, আমরা ইকুয়ালিটি নিয়ে কথা বলি। আমি একটা সন্তান ধারণ করলে আপনাকেও একটা ধারণ করতে হবে, আমি বুকের দুধ খাওয়ালে আপনাকেও বুকের দুধ খাওয়াতে হবে। এসব যদি না পারেন, তাহলে আমাদের নারীবাদী আন্দোলনের প্রগতি বন্ধ হয়ে যাবে, সবাই পুরুষকে ভালবাসতে চাইবে, বিয়ে করতে চাইবে, বংশবৃদ্ধি করতে চাইবে।
ভালবেসে কেউ কারও শরীর ছুলে, যদিনা আমরা তাকে রেপ না বলতে পারছি, আমাদের আন্দোলন সম্পুর্ণ ব্যর্থ।
- কিন্তু যৌনতা যখন আবেগ দ্বারা তাড়িত, তখন তো তা প্রকৃত অর্থেই ভালোবাসা!
- এই একটা মস্ত বড় অন্যায় করলেন, আমাদের চোখে সব পুরুষ-ই খুনি আর ধর্ষক। নারীবাদের চোখে লাভ ডাসন্ট এক্সিস্ট।
- কিন্তু সব পুরুষ তো খুনি অথবা ধর্ষক নয়?
- সব নারী তেমন নারীবাদী নয়।
- এবার বুঝেছি, নারীবাদী হলো নারী আর পুরুষের বাইরে এক স্বতন্ত্র জাতি। আপনাকে অসংখ্য ধন্যবাদ নারীবাদী নারী।
- ইভ, টিজ করবেন না একদম। আমি একজন নারীবাদী। দিনের বেলাই নারী স্বাধীনতা নিয়ে কথা বলি। আর রাতে বাড়িতে কুকুর পুষি। পুরুষ কুকুর। তা আপনার নাম কী?
- আমার নাম, আদম। এক নারী আপেল গাছের পুরুষ ফল খেয়ে আমি জন্মেছি। আমি 'গাহি সাম্যের গান', একদম কমিউনিস্ট ভাববেন না প্লিজ। সাম্য মানে নারী পুরুষের সাম্যতা। ইকুয়ালিটি বিফোর ল, অ্যান্ড ইকুয়ালিটি আফটার ল।
- তা আপনার পড়াশোনা কতদুর?
- গ্রাজুয়েশন ডিগ্রীধারী। বর্তমানে রাজ্যের যা অবস্থা চাকরি বাকরি হয়নি। চপ তেলেভাজার দোকানও খুলতে পারিনি। পারিনি বেকার ভাতাই নাম তুলতে, কিমবা সিভিক পুলিশে নাম নতিভুক্ত করে বাঁশের চেয়ে বেশী কঞ্চির দরদ দেখাতে। মানুষের আর চাকরিতে আগ্রহ নেই, সবাই বেকার ভাতাই সন্তুষ্ট। টাটা চলে গেল, ইনফোসিস ও ধুকতে বসেছে। যাদবপুরে ইঞ্জিনিয়ারিং এর সিট পুরণ হচ্ছেনা। ভবিষ্যতের শিক্ষকেরা গলায় দড়ি দিচ্ছে, আর বর্তমানের শিক্ষকেরা.........।
অনেক খুঁজে খুঁজে আপনাকে পেলাম বুঝলেন, নারীবাদ অমর রহে। আপনি যদি আমায় বিয়ে করে একটু দয়া করেন! ভয় পাবেন না একদম। একটু রিস্ক আছে,তবুও বিয়ের পর কাপড় ব্লাউজ সা* আরও কিছু থাকলে তা কাচব, বাসন মাজব, ঘর পরিষ্কার করব। আপনি শুধু আয় করে খাওয়াবেন। কারণ আমি একজন প্রতিষ্ঠিত বেকার।
- দেখুন, আমরা ইকুয়ালিটি নিয়ে কথা বলি। আমি একটা সন্তান ধারণ করলে আপনাকেও একটা ধারণ করতে হবে, আমি বুকের দুধ খাওয়ালে আপনাকেও বুকের দুধ খাওয়াতে হবে। এসব যদি না পারেন, তাহলে আমাদের নারীবাদী আন্দোলনের প্রগতি বন্ধ হয়ে যাবে, সবাই পুরুষকে ভালবাসতে চাইবে, বিয়ে করতে চাইবে, বংশবৃদ্ধি করতে চাইবে।
ভালবেসে কেউ কারও শরীর ছুলে, যদিনা আমরা তাকে রেপ না বলতে পারছি, আমাদের আন্দোলন সম্পুর্ণ ব্যর্থ।
- কিন্তু যৌনতা যখন আবেগ দ্বারা তাড়িত, তখন তো তা প্রকৃত অর্থেই ভালোবাসা!
- এই একটা মস্ত বড় অন্যায় করলেন, আমাদের চোখে সব পুরুষ-ই খুনি আর ধর্ষক। নারীবাদের চোখে লাভ ডাসন্ট এক্সিস্ট।
- কিন্তু সব পুরুষ তো খুনি অথবা ধর্ষক নয়?
- সব নারী তেমন নারীবাদী নয়।
- এবার বুঝেছি, নারীবাদী হলো নারী আর পুরুষের বাইরে এক স্বতন্ত্র জাতি। আপনাকে অসংখ্য ধন্যবাদ নারীবাদী নারী।
0 Comments
একটি মন্তব্য পোস্ট করুন