- 'কসমোপলিটান সেন্স অফ লাভ' বোঝেন?
- আপনি কী এই থিওরির আবিষ্কর্তা?
- তা বলতে পারেন, কিন্তু আমার মত অনেকেই সানন্দে সাফার করে। ভালবাসে।
- ব্যাপারটা কী?
- ওল্ড ট্রাডিশনের দেবদাস যখন ফোর-জি যুগের 'অকবির' মনে বাসা বাঁধে, তখন এসব ভয়ংকর থিওরি অফ ইভোলিউশনের সৃষ্টি হয়।
- দাঁড়ান, একঢোক চা গিলে নিই, নাহলে মাথায় ঢুকছে না।
আচ্ছা, এবার বলুন আপনার 'কসমোপলিটান সেন্স অফ লাভ'এর ক্যারেক্টারিস্টিক ফিচার্স কী?
- দেখুন, না চাহিলে কাওকে পাওয়ার দিন আর নেই। এমনকি হৃদয়ের সমস্ত শক্তি দিয়ে কাওকে আত্মার সাথে আত্মিকরণ করতে চাইলে তাতেও ব্যর্থ হবেন, এমতাবস্থায় কাওকে যদি আপনার ভাল লাগে, দেখলেই হার্টবিট বেড়ে যায়, ফোনের ভাইব্রেশনে বাড়তে থাকে মনের ভাইব্রেশন।ইচ্ছে হয় দোসরা আশ্বিনে গঙ্গার ধারের আকাশের নীচে কাশবনে দুজন মিলে 'একলা' হতে। অথবা...
জীবাশ্ম হওয়া বাসের ভিড়ে অপরিচিত কারও চোখের কাজল বেয়ে যখন ঘাম ঝড়তে থাকে, বড্ড ইচ্ছে হয় কাছে গিয়ে গালের গোলাপি আভা রেখে ঘাম আর চোখমুখ নিঃসৃত বিরক্তি গুলো মুছে দিই। অথচ সাহসে কুলাই না। মন বাস্তবের কুঠারাঘাতে থেমে যায়। তেজস্বিনী, রূঢ়ভাষিণী পাছে বলে...
'বাড়িতে বোন নেই?'
কিংবা......
পার্কের এক কোণায় বসে থাকা একলা মেয়েটি, যাকে আগের সপ্তাহেও অন্য কারও সাথে দেখেছি হাতে হাত, চোখে চোখ, ঠোঁটে ঠোঁট রেখে একে অপরে বিলীন হতে, দেখেছি সন্ধ্যার নিস্তব্ধতায় হারিয়ে যেতে। আজ সে একা... বড্ড একা... পার্কের কোলাহলধ্বনি তাকে একাকিত্বের গভীর সমুদ্রে নিমজ্জিত করছে। আমার ইচ্ছে হয় তাকেও ভালোবাসি। কিন্তু....ইচ্ছে হলেই কী উপায় থাকে?
- সে সব-ই বুঝলাম, কিন্তু এর সাথে 'কসমোপলিটান সেন্স অফ লাভ' এর কী সম্পর্ক?
- লেটস কাম টু দা পয়েন্ট। দেখুন, চাইলেই আপনি এদের ভালোবাসতে পারেন। এজন্য আপনাকে তাদের সাথে কাটানো স্মৃতিপথ মনের মনিকোঠায় স্বজত্নে লালন করতে হবে। আপনি চোখ বন্ধ রেখে ভাবুন, পার্কের মেয়েটি আপনার সাথে পার্কে বসে মনের সুখ দুঃখের কথা বলছে, বাসের ভিড়ের মেয়েটি আপনাকে ডেকে বলছে 'এত ভালোবাসো! 'তবে মুখ ফুটে বলনা কেন?'
ভাবুন, একেক সময়ে কেউ আপনাকে কবিতা পড়ে শোনাচ্ছে, কেউ আপনার কোলে মাথা রেখে ঘুমাচ্ছে, কেউ বারংবার বলছে 'ভালোবাসি, ভালোবাসি'।
মোট কথা, কারও ভালোবাসার প্রত্যাশা আর পরোয়া না করে তাকে ভালবাসাই হ'ল 'কসমোপলিটান সেন্স অফ লাভ', এটা একটা ইউটোপিয়া স্টেট অফ মাইন্ড, যেখানে অল গার্লস আর মাইন। আই ডোন্ট কেয়ার দে লাভ মি অর নট। বুঝলেন কী না?
- সত্যি বলছি, আপনি যখন শুরু করেছিলেন, আপনাকে যথেষ্ট বিজ্ঞ পন্ডিত ব্যক্তি বলে মনে হয়েছিল। এখন মনে হচ্ছে আমি একজন বদ্ধপাগলের সাথে সময় অপচয় করলাম।
- আপনি কী এই থিওরির আবিষ্কর্তা?
- তা বলতে পারেন, কিন্তু আমার মত অনেকেই সানন্দে সাফার করে। ভালবাসে।
- ব্যাপারটা কী?
- ওল্ড ট্রাডিশনের দেবদাস যখন ফোর-জি যুগের 'অকবির' মনে বাসা বাঁধে, তখন এসব ভয়ংকর থিওরি অফ ইভোলিউশনের সৃষ্টি হয়।
- দাঁড়ান, একঢোক চা গিলে নিই, নাহলে মাথায় ঢুকছে না।
আচ্ছা, এবার বলুন আপনার 'কসমোপলিটান সেন্স অফ লাভ'এর ক্যারেক্টারিস্টিক ফিচার্স কী?
- দেখুন, না চাহিলে কাওকে পাওয়ার দিন আর নেই। এমনকি হৃদয়ের সমস্ত শক্তি দিয়ে কাওকে আত্মার সাথে আত্মিকরণ করতে চাইলে তাতেও ব্যর্থ হবেন, এমতাবস্থায় কাওকে যদি আপনার ভাল লাগে, দেখলেই হার্টবিট বেড়ে যায়, ফোনের ভাইব্রেশনে বাড়তে থাকে মনের ভাইব্রেশন।ইচ্ছে হয় দোসরা আশ্বিনে গঙ্গার ধারের আকাশের নীচে কাশবনে দুজন মিলে 'একলা' হতে। অথবা...
জীবাশ্ম হওয়া বাসের ভিড়ে অপরিচিত কারও চোখের কাজল বেয়ে যখন ঘাম ঝড়তে থাকে, বড্ড ইচ্ছে হয় কাছে গিয়ে গালের গোলাপি আভা রেখে ঘাম আর চোখমুখ নিঃসৃত বিরক্তি গুলো মুছে দিই। অথচ সাহসে কুলাই না। মন বাস্তবের কুঠারাঘাতে থেমে যায়। তেজস্বিনী, রূঢ়ভাষিণী পাছে বলে...
'বাড়িতে বোন নেই?'
কিংবা......
পার্কের এক কোণায় বসে থাকা একলা মেয়েটি, যাকে আগের সপ্তাহেও অন্য কারও সাথে দেখেছি হাতে হাত, চোখে চোখ, ঠোঁটে ঠোঁট রেখে একে অপরে বিলীন হতে, দেখেছি সন্ধ্যার নিস্তব্ধতায় হারিয়ে যেতে। আজ সে একা... বড্ড একা... পার্কের কোলাহলধ্বনি তাকে একাকিত্বের গভীর সমুদ্রে নিমজ্জিত করছে। আমার ইচ্ছে হয় তাকেও ভালোবাসি। কিন্তু....ইচ্ছে হলেই কী উপায় থাকে?
- সে সব-ই বুঝলাম, কিন্তু এর সাথে 'কসমোপলিটান সেন্স অফ লাভ' এর কী সম্পর্ক?
- লেটস কাম টু দা পয়েন্ট। দেখুন, চাইলেই আপনি এদের ভালোবাসতে পারেন। এজন্য আপনাকে তাদের সাথে কাটানো স্মৃতিপথ মনের মনিকোঠায় স্বজত্নে লালন করতে হবে। আপনি চোখ বন্ধ রেখে ভাবুন, পার্কের মেয়েটি আপনার সাথে পার্কে বসে মনের সুখ দুঃখের কথা বলছে, বাসের ভিড়ের মেয়েটি আপনাকে ডেকে বলছে 'এত ভালোবাসো! 'তবে মুখ ফুটে বলনা কেন?'
ভাবুন, একেক সময়ে কেউ আপনাকে কবিতা পড়ে শোনাচ্ছে, কেউ আপনার কোলে মাথা রেখে ঘুমাচ্ছে, কেউ বারংবার বলছে 'ভালোবাসি, ভালোবাসি'।
মোট কথা, কারও ভালোবাসার প্রত্যাশা আর পরোয়া না করে তাকে ভালবাসাই হ'ল 'কসমোপলিটান সেন্স অফ লাভ', এটা একটা ইউটোপিয়া স্টেট অফ মাইন্ড, যেখানে অল গার্লস আর মাইন। আই ডোন্ট কেয়ার দে লাভ মি অর নট। বুঝলেন কী না?
- সত্যি বলছি, আপনি যখন শুরু করেছিলেন, আপনাকে যথেষ্ট বিজ্ঞ পন্ডিত ব্যক্তি বলে মনে হয়েছিল। এখন মনে হচ্ছে আমি একজন বদ্ধপাগলের সাথে সময় অপচয় করলাম।
0 Comments
একটি মন্তব্য পোস্ট করুন