#ডিয়ার_গার্লস_এক্সকিউজ_মি

- দেখুন দাদা! দেবের সিনেমা ভাল না লাগার একাধিক কারণ আছে। আমরা হলাম ধানুশের ফ্যান, বুঝলেন! এই যেমন ধরুন, রাস্তাঘাটে যখন দেখি ক্যাবলা মার্কা ছেলেগুলো পাশে মেয়ে বসিয়ে বাদাম চিবোচ্ছে, বড্ড ইন্সপায়ার্ড হই। মনে হয়, রেড সিগন্যাল জীবনসায়াহ্নে গ্রীন হয়েছে। এবার আমারও হবে।
- তা ভাল কথা, কিন্তু বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দেবের গুরুত্ব মোটেই অস্বীকার করতে পারেন না। উনি হলেন মুখ্যমন্ত্রীর বিদেশনীতির সফরসঙ্গী। লন্ডন থেকে স্যুইটজারল্যান্ড, সব জাগায় উনার আনাগোনা। এর মধ্যেই পাগলু, পাগলু টু, পাগলু থ্রি, পাগলু ফোর সিনেমা হলে রিলিজ করছে। আপনি কি জানেন? উনার পাগলু ইনফিনিটি অস্কারের জন্য মনোনীত হয়েছে?
- অস্কার কী এবার 'বঙ্গশ্রী' কমিটি দিচ্ছে?
- একদম ফালতু কথা বলবেন না দাদা, মহানায়ক বলে কথা। বিন্দুমাত্র শ্রদ্ধা প্রদান করুন। তার উপর উনি আবার মেম্বার অফ পার্লামেন্ট!
- সেতো, পুরো টলিউড ইন্ডাস্ট্রি। কিন্তু কাওকে দেখেছেন লোকসভায় দাঁড়িয়ে কিছু বলতে? উনারা লোকসভায়ও অভিনয় করে বুঝলেন! 'নির্বাক চলচ্চিত্র '।
- দাদা, এটা একটু ভুল বললেন কিন্তু! লোকসভা কখনও কখনও উত্তাল হয়, দক্ষিণ ভারতের সিনেমার মত। বিল পাস হওয়ার সময় দেখবেন হেব্বি ক্যালাক্যালি হয় মাইরি!
- তাই! মারামারি কী রাজ্যভিত্তিক হয়! নাকি সরকার পক্ষ বনাম বিরোধী পক্ষ! রাজ্যভিত্তিক হলে আমি নিশ্চিত পচ্চিমবঙ্গ জিতবেই। আমাদের দলে তাপস পাল আছেন যে!
- থাক দাদা ওসব কথা, আমরা না হয় ঘাঁটালের গরুর রচনা লিখি। সত্যি দাদা দেবের কী চেহারা! আমার এক মামা বলেন দেবের হলিউডে চান্স পাক্কা।
- হ্যাঁ তা ঠিক-ই। দেবের কি চেহারা! আমার অমন হলে সানডে দিতাম টিনাকে, মনডে মিনাকে, আর টুইসডে রিণা কে। দেখুন! চেহারাই যদি অ্যাক্টিং এর উৎকর্ষতা  নির্ধারণ করে, আমার মনে হয় দেবকে মহালয়ার মহিষাসুর সাজানো উচিৎ !  কি দারুণ মানাবে!  তা না! স্টার জলসার দেড় ফুটিয়া দুর্গার তিন ফুটিয়া ত্রিশূল! অসুরকে ডেকে বলবে "ইবার আমি তুকে মারবুক"।
মহালয়ার ব্যাকগ্রাউন্ডে বাজবে 'কে তুই বল, কে তুই বল'।
- আপনার যত বাজে কথা! জানেন দেবের কত ফ্যান? জানেন পাগলুর ফার্স্ট শোএর টিকিট পাওয়া যায়না! হলে চলে? আপনাদের আল-বাল-ইন্টেলেকচুয়াল ছবি?
- ডেমোক্রেসির এটাই সব থেকে বড় প্রবলেম বুঝলেন! কেও বুঝে অবুঝ, কেও না বুঝে আবার কারও নিজস্ব কোনও বুঝ নেই, যা বোঝাবেন তাই বুঝবে। সব লোক-ই চাই দেবের 'পাগলু
থোরাসা কারলে রোম্যান্স' এর তালে নাচতে। সাময়িক উত্তেজনাহেতু সমাজটা ভীতর থেকে কিভাবে যে আমরা দূষিত করছি, তার খোঁজ কেউ রাখেনা।