আমার শহরের রাজপথে গতি আছে, আছে রাজনীতি নিয়ে তুমুল আলোচনা, বিক্ষোভ, তর্কবিতর্ক।
আছে হাতাহাতি লাঠালাঠি।
আছে চেনাদের না চেনার ভান করে থাকার উপায়। আছে অচেনা অতিথি, আছে সেক্স রেশিও, নিরাপত্তাহীনতা,ডিপ্রেশনের ডোজ, ভোর রাতে গ্লাসের পাশে রাখা ঘুমের ওষুধ।
আছে শহরের রাস্তায় সুন্দরী যে রাস্তার নয়।
দেখলেই সবার ইচ্ছে হয় প্রপোজ করি, চুলে রজনীগন্ধা ফুল গুঁজে ভগবানের কাছে প্রার্থনা করি 'এ রাত যেন শেষ না হয়'।
ভাই, সুন্দরকে সবার ভাল লাগে, তাই চোখের অত্যাচারটা তারাই বেশি সহ্য করে।
এই নিঃস্বার্থ ভালবাসা পুরো একটা বালের কনসেপ্ট। কাউকে কোনওদিন বলতে শুনেছিস ভাল মানুষ তাই ভালোবাসি! সৎ তাই ভালোবাসি। ভাল তাই ভালোবাসি। নেহাত সেক্সি মাল না হ'লে কেউ কাউকে ভালবাসে না। আর মেয়েরাও খোঁজে কতটা সেল্ফ ডিপেন্ডেন্ট আর কতটা পসিবিলিটিস আছে।
ব্যাপারটা অন্য জাগায়, এই পাশের একটা ফুলগাছের ফুলটা ঝড়তে বসেছে। অথচ গাছটা এখনও আছে, তখনও ছিল। এই ফুলের গাছটা হ'ল সত্য, আর ফুলটা গাছের শোভাবর্ধক নিমিত্তমাত্র।
আমার শহরের কোলাহল বিক্ষোভ তর্কবিতর্ক কোনদিন থামবে না কারণ মানুষ সত্যের সন্ধান পাই 'সেক্সি মাল' এপিসোডের শেষে। কথাই আছে না! ভোগেই আসে ত্যাগ.......