বন্ধু আর তার গার্লফ্রেন্ড এর বার্থডে একদিনে পড়লে গিফ্ট সিলেকশন করতে এক বছরের ব্রেনোলিয়া ব্রাহ্মী শাক আমার একদিনেই ফুরিয়ে যায়।

প্রথমত, এমন কিছু দেওয়ার কথা ভাবতে হয়, যাতে দুজনেরই সমানভাবে উপকারে আসে। একজন  বেকার হিসেবে গিফ্ট এর মূল্যের কথাও মাথায় রাখতে হয়।
সুতরাং কমদামে এমন কী উপহার দেওয়া যায়! যাতে নিরাপত্তারক্ষার্থে তৃতীয় ব্যক্তি জানতে না পারে আমি কী দিলাম! আবার দুজনেই ব্যবহার করতে পারে।
উপহার মূল্যের মাপকাঠিতে পরিমাপ করা উচিৎ নয়। অথচ এমন কিছু উপহার আছে যাতে চকলেট, স্ট্রবেরি এমনকি কালো রঙের আঙুরের স্বাদও আছে। অথচ টাকা পয়সা থাকলেও মুখফুটে দোকানদারের কাছে চাওয়া যায়না। এক্সট্রিম প্রেমের মহাঔষধ অথচ একটু ভুলেই জীবননাশের সম্ভাবনা থাকে। সর্বোপরি দুজনের সমান উপকারে আসে।

ইউরেকা! ইউরেকা!
- দাদা দুটো অম্বলের ট্যাবলেট দিন তো! বমি যেন না হয়.....
আর হ্যাঁ! সাথে একটা বার্থডে বেলুন দিয়েন।