শেষ কবে ইংরেজিতে স্টেটাস লিখেছি মনে নেই।
আমি বাংলাতে যতটা খারাপ ইংরেজিতেও ততটাই।
ব্যক্তিত্বের পরিস্ফুটন এবং গ্রহণযোগ্যতা নির্ভর করে ইংরেজি শব্দভাণ্ডার কে কতটা নিপুণভাবে ব্যবহার করতে পারে তার উপর। তাই জনপ্রিয় ইংরেজি মাধ্যমের স্কুলের ছাত্রছাত্রীদের কাছে আমরা বড় বেমানান। তাদের পশ্চিমী সংস্কৃতি বড্ড উগ্রস্বর মনে হয়।
ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা করেও কেন আমি ইংরেজিতে লিখি না?
সিম্পলি পারি না।
বাংলাতে শব্দ দিয়ে আমি শব্দের রঙিন চিত্রাঙ্কন করতে পারি। আমাকে বেশি ভাবতে হয়না। স্বয়ংক্রিয়ভাবে হাত চলতে থাকে।
স্বদেশপ্রেম বা মাতৃভাষার টান?
একদম-ই তাই। ইংরেজিতে লেখাটা অনেক সহজ। বাংলা লেখা সত্যিই কঠিন, অক্ষর ঠিকঠাক পাওয়া যায়না। যুক্তাক্ষর লেখা আরও কঠিন। তা হোক! মাতৃভাষার দাবিতে এত শহীদ প্রাণ হারালেন আর আমরা বাংলা লিখতে কিবোর্ড নিয়ে এইটুকু সংগ্রাম করতে পারব না?
এতে লাভ?
মা বাবার শিশুকে লালন পালন করা, অথবা বৃদ্ধ বয়স্ক বাবা মাকে দেখভাল করে একজন সন্তানের যতটা লাভ ঠিক ততটাই। তবে হ্যাঁ, অনেকে যখন বলে.....
এই প্রজন্মের প্রায় সকলেই যখন বাংলা ভাষার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, তোমাদের বাংলা লেখা পড়ে আবিষ্ট হয়ে পড়ি। আমিও তখন আপ্লুত হই। মনে মনে উচ্চারিত হয়.....
"মোদের গোরব মোদের আশা, আ'মরি বাংলা ভাষা"।
আমি বাংলাতে যতটা খারাপ ইংরেজিতেও ততটাই।
ব্যক্তিত্বের পরিস্ফুটন এবং গ্রহণযোগ্যতা নির্ভর করে ইংরেজি শব্দভাণ্ডার কে কতটা নিপুণভাবে ব্যবহার করতে পারে তার উপর। তাই জনপ্রিয় ইংরেজি মাধ্যমের স্কুলের ছাত্রছাত্রীদের কাছে আমরা বড় বেমানান। তাদের পশ্চিমী সংস্কৃতি বড্ড উগ্রস্বর মনে হয়।
ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা করেও কেন আমি ইংরেজিতে লিখি না?
সিম্পলি পারি না।
বাংলাতে শব্দ দিয়ে আমি শব্দের রঙিন চিত্রাঙ্কন করতে পারি। আমাকে বেশি ভাবতে হয়না। স্বয়ংক্রিয়ভাবে হাত চলতে থাকে।
স্বদেশপ্রেম বা মাতৃভাষার টান?
একদম-ই তাই। ইংরেজিতে লেখাটা অনেক সহজ। বাংলা লেখা সত্যিই কঠিন, অক্ষর ঠিকঠাক পাওয়া যায়না। যুক্তাক্ষর লেখা আরও কঠিন। তা হোক! মাতৃভাষার দাবিতে এত শহীদ প্রাণ হারালেন আর আমরা বাংলা লিখতে কিবোর্ড নিয়ে এইটুকু সংগ্রাম করতে পারব না?
এতে লাভ?
মা বাবার শিশুকে লালন পালন করা, অথবা বৃদ্ধ বয়স্ক বাবা মাকে দেখভাল করে একজন সন্তানের যতটা লাভ ঠিক ততটাই। তবে হ্যাঁ, অনেকে যখন বলে.....
এই প্রজন্মের প্রায় সকলেই যখন বাংলা ভাষার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, তোমাদের বাংলা লেখা পড়ে আবিষ্ট হয়ে পড়ি। আমিও তখন আপ্লুত হই। মনে মনে উচ্চারিত হয়.....
"মোদের গোরব মোদের আশা, আ'মরি বাংলা ভাষা"।
0 Comments
একটি মন্তব্য পোস্ট করুন