স্যার, আমি অনেকদিন ধরে একটা মেয়েকে ভালবাসি, চপ খাওয়া থেকে বাথরুম করা সর্বদা তার কথা মনে পড়ে। ঘুমোতে গেলে ঘুম আসেনা।
ওকে ছাড়া কিছুই ভাবতেই পারিনা। ও আমার ঝোলা গুড়ের সাথে গোলারুটি। কিংবা শীতকালীন কচি মটরশুঁটি। অথবা গরমের নরম সুতির জামা। বিকেলের পকোড়া সিঙারা ভাবতেও নেই মানা।

কদিন যাবৎ মেয়েটি মোটেই পাত্তা দিচ্ছেনা। একারণে আমি অনেক তান্ত্রিক জ্যোতিষীর কাছে গিয়েছি বশীকরণ করতে। ওর মাথার চুল জোগাড় করেছি, হাতে তাবিজ নিয়েছি, তাতেও কোনও লাভ হয়নি। আগে শেষরাতের স্বপ্নে আসত। এখন তাও আসেনা। আমার এই পেট খারাপসম দুঃখ নিয়ে কোথাও যেতে পারি না।
কারও সাথে দুদন্ড কথা বলতে পারিনা। কেবল মনে হচ্ছে প্রশান্তমহাসাগরের ন্যায় এক বৃহৎ দুঃখে আমি মারিয়ানা খাঁদের অতলে ডুবে যাচ্ছি। কী করব বলতে পারেন?

- পাত্রী কে?
- ক্যাটরিনা কেইফ।
- এই একরাশ পাটরশি লইয়া সম্মুখস্থ আম্রকাননে ঝুলিয়া পড়ুন।