আমার এক ভাই কাম বন্ধু আছে। বন্ধুর এক গার্লফ্রেন্ড আছে। ও গার্লফ্রেন্ডকে খুব ভালোবাসে, গার্লফ্রেন্ড ওকে আরও বেশি ভালোবাসে। গার্লফ্রেন্ডের
স্যামসাং এর মোবাইল আছে, ওর নোকিয়ার মোবাইল। গার্লফ্রেন্ডকে ও হোয়াট্অ্যাপ ইন্সটল করে দিয়েছে। দুজন বেশ ভয়েস মেসেজ আদানপ্রদান করে মজাই আছে।
মাসের শেষে নেট কার্ড না কিনে ও গার্লফ্রেন্ডকে সিমকার্ড কিনে দেয়। সিমের দাম দেড়শ টাকা, ও গার্লফ্রেন্ডের কাছে আড়াইশো টাকা নেয়। কিছুদিন আগে ও পাঁচশো টাকা দিয়ে একটা পাওয়ার ব্যাঙ্ক কিনেছিল। গার্লফ্রেন্ড জানতোই না চার্জার ছাড়া মোবাইল চার্জ দেওয়া যায়, গার্লফ্রেন্ডকে ও ওটা গিফট করতে চেয়েছিল, কিন্তু গার্লফ্রেন্ড নাছোড়বান্দা দাম দেবেই। ও গার্লফ্রেন্ডের কাছ থেকে মাত্র হাজার টাকা নিয়েছে। এছাড়াও আজ ও গার্লফ্রেন্ডের টাকায় সিনেমা দেখেছে আর রেস্টুরেন্টে খেয়েছে। সামনের দুর্গাপূজাতে ওর হাজার টাকা চাঁদা পড়েছে, গার্লফ্রেন্ডকে আগে থেকেই ওর এই পুণ্য কাজে অংশীদার হওয়ার আমন্ত্রণ জানিয়েছে। গার্লফ্রেন্ডও রাজি হয়েছে।
আজ বিকেলে বাইকের পিছনে বসে ওর এসব গল্প শুনছিলাম, বিশ্বাস কর এসব শুনে....
" ফাইট্যা যায়, ওরে বুকটা ফাইট্যা যায়"...
এই ভরসন্ধ্যার পুণ্য লগ্নে আমি আর কী চাইব ভগবানের কাছে! ঠাকুর ওর মত আমায় একটা গার্লফ্রেন্ড দিও।
স্যামসাং এর মোবাইল আছে, ওর নোকিয়ার মোবাইল। গার্লফ্রেন্ডকে ও হোয়াট্অ্যাপ ইন্সটল করে দিয়েছে। দুজন বেশ ভয়েস মেসেজ আদানপ্রদান করে মজাই আছে।
মাসের শেষে নেট কার্ড না কিনে ও গার্লফ্রেন্ডকে সিমকার্ড কিনে দেয়। সিমের দাম দেড়শ টাকা, ও গার্লফ্রেন্ডের কাছে আড়াইশো টাকা নেয়। কিছুদিন আগে ও পাঁচশো টাকা দিয়ে একটা পাওয়ার ব্যাঙ্ক কিনেছিল। গার্লফ্রেন্ড জানতোই না চার্জার ছাড়া মোবাইল চার্জ দেওয়া যায়, গার্লফ্রেন্ডকে ও ওটা গিফট করতে চেয়েছিল, কিন্তু গার্লফ্রেন্ড নাছোড়বান্দা দাম দেবেই। ও গার্লফ্রেন্ডের কাছ থেকে মাত্র হাজার টাকা নিয়েছে। এছাড়াও আজ ও গার্লফ্রেন্ডের টাকায় সিনেমা দেখেছে আর রেস্টুরেন্টে খেয়েছে। সামনের দুর্গাপূজাতে ওর হাজার টাকা চাঁদা পড়েছে, গার্লফ্রেন্ডকে আগে থেকেই ওর এই পুণ্য কাজে অংশীদার হওয়ার আমন্ত্রণ জানিয়েছে। গার্লফ্রেন্ডও রাজি হয়েছে।
আজ বিকেলে বাইকের পিছনে বসে ওর এসব গল্প শুনছিলাম, বিশ্বাস কর এসব শুনে....
" ফাইট্যা যায়, ওরে বুকটা ফাইট্যা যায়"...
এই ভরসন্ধ্যার পুণ্য লগ্নে আমি আর কী চাইব ভগবানের কাছে! ঠাকুর ওর মত আমায় একটা গার্লফ্রেন্ড দিও।
0 Comments
একটি মন্তব্য পোস্ট করুন