- দাদা ভগবান আছে?
- আপনি আছেন?
- আমি তো আছিই।
- তাহলে ভগবানও আছে।
- তা কী করে সম্ভব?
- ধরুন আপনি এখন মৃত, আপনার মনে প্রশ্ন জাগত? ভগবান আছে কী নেই?
- ঠিক বুঝলাম না।
- দেখুন, নাস্তিক অথবা আস্তিক, যাই বলুন না কেন! ভগবান মানুষের হাতে সৃষ্টি। মানুষের কল্পনাপ্রবণ মননে ঠাকুরের মূর্তি গড়ে ওঠে। যদি এই পৃথিবীতে মানুষ-ই না জন্মাতো, তাহলে ভগবানের অস্তিত্ব নিয়ে কেউ প্রশ্ন তুলত না। তাই ভগবান খোঁজা মানে নিজেকে খোঁজা। নিজের এই সত্তা থেকে নিজেকে মুক্ত করুন, ঈশ্বরের সন্ধান পাবেন।
- বুঝেছি। দাদা, আর একটা প্রশ্ন ছিল।
- তাহলে আপনার পকেটের দশ টাকা খরচ করে নাপিতের দোকান থেকে একটা পাঁচ, একটা চার আর একটা এক কিনে আনুন।
- সে আবার কী জিনিস?
- যান, চাইলেই বুঝতে পারবেন।
- আপনি সত্যিই বুদ্ধিমান। পাঁচ, চার, আর এক চাইতে একটা বিড়ির প্যাকেট, একটা সিগারেট আর একটা দেশলাই দিল দোকানদার। গুরুদেব, একটু পায়ের ধুলো দিন।
- আপনার একটা প্রশ্ন ছিল? এই মুখে আগুন যতক্ষণ থাকবে, সে সময়টুকুর মধ্যে আপনার সব প্রশ্নের উত্তর পাবেন। আগুন শেষ, তো আমিও শেষ।
- দাদা, প্রেম ভালবাসা এসব আছে?
- ভাই, তোমার বয়স কত?
- আঠারোর মত।
- তুমি এক কাজ করো বুঝলে! বাড়ির পুরনো বাথরুমে ঊনসত্তর সেকেন্ড সময় নিয়ে পেচ্ছাপ করে ঘরের ঠান্ডা মেঝেতে শুয়ে পড় গিয়ে। প্রেম ভালোবাসার অস্তিত্ব অনুসন্ধান করতে গেলে তোমার বিয়ের বয়স পেরিয়ে যাবে।
- আপনি আছেন?
- আমি তো আছিই।
- তাহলে ভগবানও আছে।
- তা কী করে সম্ভব?
- ধরুন আপনি এখন মৃত, আপনার মনে প্রশ্ন জাগত? ভগবান আছে কী নেই?
- ঠিক বুঝলাম না।
- দেখুন, নাস্তিক অথবা আস্তিক, যাই বলুন না কেন! ভগবান মানুষের হাতে সৃষ্টি। মানুষের কল্পনাপ্রবণ মননে ঠাকুরের মূর্তি গড়ে ওঠে। যদি এই পৃথিবীতে মানুষ-ই না জন্মাতো, তাহলে ভগবানের অস্তিত্ব নিয়ে কেউ প্রশ্ন তুলত না। তাই ভগবান খোঁজা মানে নিজেকে খোঁজা। নিজের এই সত্তা থেকে নিজেকে মুক্ত করুন, ঈশ্বরের সন্ধান পাবেন।
- বুঝেছি। দাদা, আর একটা প্রশ্ন ছিল।
- তাহলে আপনার পকেটের দশ টাকা খরচ করে নাপিতের দোকান থেকে একটা পাঁচ, একটা চার আর একটা এক কিনে আনুন।
- সে আবার কী জিনিস?
- যান, চাইলেই বুঝতে পারবেন।
- আপনি সত্যিই বুদ্ধিমান। পাঁচ, চার, আর এক চাইতে একটা বিড়ির প্যাকেট, একটা সিগারেট আর একটা দেশলাই দিল দোকানদার। গুরুদেব, একটু পায়ের ধুলো দিন।
- আপনার একটা প্রশ্ন ছিল? এই মুখে আগুন যতক্ষণ থাকবে, সে সময়টুকুর মধ্যে আপনার সব প্রশ্নের উত্তর পাবেন। আগুন শেষ, তো আমিও শেষ।
- দাদা, প্রেম ভালবাসা এসব আছে?
- ভাই, তোমার বয়স কত?
- আঠারোর মত।
- তুমি এক কাজ করো বুঝলে! বাড়ির পুরনো বাথরুমে ঊনসত্তর সেকেন্ড সময় নিয়ে পেচ্ছাপ করে ঘরের ঠান্ডা মেঝেতে শুয়ে পড় গিয়ে। প্রেম ভালোবাসার অস্তিত্ব অনুসন্ধান করতে গেলে তোমার বিয়ের বয়স পেরিয়ে যাবে।
0 Comments
একটি মন্তব্য পোস্ট করুন