কখনও যদি জানতে চাস আমি কেমন...
বৃষ্টিভেজা শ্যাওলা জমা স্তূপীকৃত ইটের দিকে
তাকাস.....
আমায় আঁকড়ে ধরে মেঠো গন্ধ নিতে পারিস..
অথবা.....
শ্যাওলা ছাড়িয়ে,
স্মৃতিকে বিস্মৃতির এক অতল গভীরে নিয়ে, সেই
ইট দিয়ে তোর মনে
'আমাকে নিয়ে ভাবনার' প্রাচীর গাঁথতে পারিস।
বৃষ্টিভেজা শ্যাওলা জমা স্তূপীকৃত ইটের দিকে
তাকাস.....
আমায় আঁকড়ে ধরে মেঠো গন্ধ নিতে পারিস..
অথবা.....
শ্যাওলা ছাড়িয়ে,
স্মৃতিকে বিস্মৃতির এক অতল গভীরে নিয়ে, সেই
ইট দিয়ে তোর মনে
'আমাকে নিয়ে ভাবনার' প্রাচীর গাঁথতে পারিস।
0 Comments
একটি মন্তব্য পোস্ট করুন