ইচ্ছের বিরূদ্ধে যাওয়ার ইচ্ছেটা বড়াবর ই আমার নেই। মনের ইচ্ছেগুল স্বজত্নে লালন করি। মনের বিরূদ্ধে কখনও যাইনা। ভোর রাতে ইচ্ছে পুরণে তারা গুনতে বসি। একটা...দুটো...তিনটে...।
দুঃস্বপ্ন দেখলে উপনিষদ নিয়ে বসি। মন কে শুধাই.. মন ভাল আছিস? আমি তো বাচ্চা আছি, মন বড় হয়েছে। মনের 'মন' জটিল হয়েছে।
এখন আর বৃষ্টি হয়ে ঝড়ে না,বলে 'আমি সর্বদা ভাল'। মন কি ম্যানেজমেন্ট পাস? দুঃখেও মানুষের মন রাখতে বলে ভাল আছি| ভাই, ছোট বেলাই পড়েছিলাম জীবন কন্টকাকীর্ণ,কুসুমাস্তীর্ণ নয়।
মানে বুঝিনি।

ইয়ে মানে,
আমাদের শিক্ষার উদ্দেশ্য এটাই,যখন পড়বে তখন মানে বুঝবে না।ছোট খোকা যখন অ আ পড়ে তখন কি সে বুঝতে পারে, সে যা পড়ছে তার অর্থ কি? মানে আমরা বুঝতে ঠিক ই পারি। তবে বুঝতে অনেক দেড়ি হয়ে যায়।