আমি বুকে ভর দিয়ে চলা
লিকলিকে টিকটিকি।
শুকনো বালির দেওয়াল তোর মন।
আমি মনাকাশের রাজা।
তুই ভাবিস আমায় নিয়ে??

আমি কুয়োয় পড়ে থাকা ব্যাঙ,
তোকে নিয়ে ভাবনারা অজগর সাপ।
আমি অসহায়, আমি চঞ্চল।
আমি ডাকি গ্যাঙর গ্যাঙর গ্যাঙ...
তুই বলিস...ধুর ব্যাঙ!

আমি ঝিলের ধারে শঙ্খচিল,
আমার আকাশ আর জল নীল।
তোকে ভালবাসায় আমার স্বাধীনতা।
আমি শামুকের, আমি গুগুলির....
আমি তোর, তুই কার?