সুব্রত জীবনের যুগসন্ধিক্ষণে দাঁড়াইয়া  ইতিহাস রচনা করিতেছে। যাহাকে সে প্রণয়িনী ভাবিয়া থাকে, বর্তমানের সুখ দুঃখ ভুলিয়া সে তাহাকে ইচ্ছে হইলেই কানে কানে কহে...

'আমি তোমাকে ভালোবাসি '.......

আবার,কখনও সখনও মনের অভ্যন্তরস্থ বিষাদের সুর বাজিলে, প্রণয়িনী কহিয়া ওঠে......

' প্রেম! সেতো গভীর সমুদ্রের নোনাজলের সহিত মিশিয়া গিয়াছে'।

সুব্রত সন্ধ্যার জোনাকি লইয়া প্রণয়িনীর নিকট প্রেরণ করে।
যাও....

উহাকে কহিয়া দিও.....

ভালবাসিলেও ভালবাসি, না বাসিলেও ভালবাসি......