এলোমেলো ভাবনা গুলো উপন্যাসের বাইশ বৎসরীয় নায়িকার মত।চেরা চোখ, পাতলা ঠোঁট আর ধারালো নাক। একবেণী ঘণ চুল পিঠের আগায়।
মেয়ে তুমি শ্যাম্পু কর? কন্ডিশনার লাগাও?এ চুলের ক্লীপ তো আর দেখি না! নাকি! দেখার চেষ্টা ই করিনা!
ভাবনারা অপরিপাটি। ইচ্ছেডানায় ভেসে যায় নীল দিগন্তে।
'ভাল আছি,ভাল থেক'
চিঠি আর লিখতে হবেনা। আমি আবার ভেবে নেব..তুমি ভাল আছ।
দুপুরে যখন মন খারাপের 'হায়' ওঠে,মুখ ভর্তি অনুস্মারকের অক্সিজেন ভরে নিই অনবরত শ্বাসযোগে। মনে পড়ে, তুমি আমার শ্বাসমূল।
আবার নেবে ছাতার তলে?
আবার দেবে টাটা?
এত সুখে আছি,দুঃখ নিয়ে ভাব্বার অবকাশ নেই।
আচ্ছা স্যার! জানেন পৃথিবী কবে ধ্বংস হচ্ছে?
এখন আর গুজব শোনা যায়না। অথচ,আমি কান পেতে থাকি...পাশ থেকে কেও বলে উঠুক...
আজ রাতে | আজ রাতে |
সুখানুভূতি মনে বাঁধা। সুখেই আমি মরতে চাই |
মেয়ে তুমি শ্যাম্পু কর? কন্ডিশনার লাগাও?এ চুলের ক্লীপ তো আর দেখি না! নাকি! দেখার চেষ্টা ই করিনা!
ভাবনারা অপরিপাটি। ইচ্ছেডানায় ভেসে যায় নীল দিগন্তে।
'ভাল আছি,ভাল থেক'
চিঠি আর লিখতে হবেনা। আমি আবার ভেবে নেব..তুমি ভাল আছ।
দুপুরে যখন মন খারাপের 'হায়' ওঠে,মুখ ভর্তি অনুস্মারকের অক্সিজেন ভরে নিই অনবরত শ্বাসযোগে। মনে পড়ে, তুমি আমার শ্বাসমূল।
আবার নেবে ছাতার তলে?
আবার দেবে টাটা?
এত সুখে আছি,দুঃখ নিয়ে ভাব্বার অবকাশ নেই।
আচ্ছা স্যার! জানেন পৃথিবী কবে ধ্বংস হচ্ছে?
এখন আর গুজব শোনা যায়না। অথচ,আমি কান পেতে থাকি...পাশ থেকে কেও বলে উঠুক...
আজ রাতে | আজ রাতে |
সুখানুভূতি মনে বাঁধা। সুখেই আমি মরতে চাই |
0 Comments
একটি মন্তব্য পোস্ট করুন