আমরা যারা কৃত্রিম ভাবে 'ইনট্রোভার্ট' সচরাচর নতুন সম্পর্কে এগোই না।
সম্পর্ক যে কোনও রকম হতে পারে। নিছক বন্ধুত্ব থেকে প্রেম।
আমাদের কিছু বিশেষত্ব আছে। আমরা যখন কাউকে নিয়ে ভাবতে থাকি, সম্পর্কের অক্সিজেন প্রবাহিত হয় শিরায় শিরায়। সেই ভাবে ভুলে থাকার সম্পর্কে আমরা বিশ্বাসী নই।
বিশ্বাসী নই বলা ভুল....আমরা ভুলে থাকতে পারি না। এগুলো আমাদের অক্ষমতার জায়গা।
আমরা আমাদের সচরাচর প্রকাশ করি না। যদি অজ্ঞাতসারে কেউ আমাদের বুঝতে চায়, অথবা সে-ও আমাদের মতোই হয়, তখন মিলে যায়। দু'দিনেই লঘিষ্ঠ সাধারণ গুণিতক।

আমরা এই তত্ত্বে বিশ্বাসী নই, যে চাওয়া-পাওয়া, আশা-আকাঙ্ক্ষা, আর সুপ্ত প্রেমের পর যা পড়ে থাকে...সেটুকুই ভালবাসা।
বরং আমাদের মরার আগের দিনও প্রথম দিনের মতোই।
আমরা এই ধরনের এক বিপন্ন প্রজাতি। এখনও নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার চেষ্টা করছি।

কিন্তু.....বড় ভয় লাগে বুঝলি...নতুন সম্পর্ক তৈরির...।