স্বাধীনতা



স্বাধীনতা,
তোর পতাকা কেন ওড়ে?
শিশুশ্রম আজও খুঁজিস ভিড়ে?
এইটের মেয়ে করতে যে চায় বিয়ে...
স্বাধীন মোরা পরাধীনতা দিয়ে।


শিশুর পতাকা কাঁপছে  থরথর
ভুলে যা আজ, জল ধর জল ভর..
খিল দে তোর একলা ঘরের দোরে
স্বাধীনতা যাক অন্য কোনও ভোরে।।


স্বাধীন মোরা টিভির বিজ্ঞাপনে
দেশ চলেছে মিথ্যা কথার ঋণে।।
স্বাধীনতা তুই দিয়েছিস কি সুখ?
কাঙাল থাকে আধ পেটাই আর...
সিংহাসনে 'রাজার অসুখ'।।