হ্যা ভাই!বাংলা মাধ্যমেই পড়েছি।

কন্টেক্ট লিস্ট এ বাবার ফোন নাম্বার 'Baba' মা এর 'Ma' আর ভাই এর 'Bhai' বলেই সেভ করে রাখি।দুধওয়ালার নাম 'Ghosh', আর গ্যাস আনতে হলে 'Gas'।

শিখেছি অনেক কিছু,তবু শিকড়ের টান টা ঠিক ভুলতে পারিনা।যেটা বাংলাই লিখি সেটা সম্পুর্ণ বাংলা অক্ষরে।যেটা ইংরেজিতে লিখি সেটা ইংরেজি অক্ষরে,বেঙ্গlish কখনো করিনা।

আমার বাংলা মিডিয়াম আমাকে হয়তো প্রভেদ শিখিয়েছে, তাই অপরিচিতা কারো সাথে কথা বলতে হলে 'কাঁচুমাচু' করতে হয়,অথবা কথার মাঝখানে থেমে যেতে হয়,মনে হয় কথাবার্তা স্বস্তির নয়।

ট্রেনে বাসে কারো গায়ে গা ঠেকে গেলে নিজের ই অস্বস্তি হয়।মনে হয়,এই কোন অজানা অপরাধ ঘটে গেল বোধহয়। আমাদের সময়ে কোন মেয়ে বন্ধুর গাল টেনে দেবে কি!পাশে বসতেই সংকোচ বোধ করতো।

আর বাংলা ভাষার প্রতিও আমি খুব 'স্পর্শকাতর',আমার রবি ঠাকুর,আমার নজরুল,আমার সুকান্ত,  আমার বুদ্ধদেব গুহ,আর আমার সুনীল গঙ্গোপাধ্যায়।

না! মানে কিছুই হয়নি।
আর আজ মাতৃভাষা দিবস ও নয় যে মাতৃভাষাকে উদ্দেশ্য করে কিছু লিখতে হবে,ঘটা করে পালন করতে হবে।মন খারাপ ও নয়।তবু বললাম না!!
বাবা মা এর স্নেহ ভালোবাসা এগুলো পালন করার যেমন কোন দিন লাগেনা....
মাতৃভাষা ও তাই......আমার শিকড়।