লোকাল ট্রেনে জার্নি করতে করতে আমি যেটা শিখেছি,তা হল "জীবনটাই একটা লোকাল ট্রেনে জার্নি"...

এখানে ডেইলি প্যাসেঞ্জারদের দাদাগিরি আছে,শিক্ষকমশায়দের এথিকস মোরালিটি বাদ দিয়ে,মা বোন না মেনে গালাগাল দিয়ে তাস খেলা আছে।Fake মানুষজন আছে যারা 'মাদুলি' বেচে লোক ঠকাই। পুরুষশার্দূল আছে যারা কামার্ত,স্পর্শ পেতে ইচ্ছাকৃতভাবে পাশে বসা মহিলার গায়ে ঝুকে পরে।

গরিব 'অন্ধ ভিখারি' আছে "বাবু একটা টাকা হবে?"
আছে সেই বৃদ্ধ লোকটা,যে কাশতে কাশতে মরে যায়,তবু মিনিটে মিনিটে বিড়ি ধরাই অন্যের অসুবিধা উপেক্ষা করেই।
সুন্দরি 'মামনি' আছে যে সদা লিপস্টিক ঠিক আছে কিনা দেখার জন্য দুটো ঠোট একসাথে করে হাতের  আয়নাটাই মুখ দেখতে ব্যস্ত।ভ্রু টা ঠিক আছে তো! বা এলোমেলো চুল?অতি সচেতনতা তার মনের সুখকে নষ্ট করে দেয়।
বৃদ্ধ আঙুর বিক্রেতা আছে,যে আগে পরোটা জল আর মিষ্টি বিক্রি করতো, শারীরিক দুর্বলতার  কারণে আর পারেনা।শীর্ণকায় ছেলেটা যে মা'এর সাথে প্রতি সপ্তাহে হাসপাতালে যাচ্ছে মৃত্যুকে "জীবন সংগ্রামে হারানোর জন্য"।মা বৃদ্ধ আঙুর'আলার কাছ থেকে তিনশো আঙুর কিনে  তার থেকে তিনটে সেই সন্তানকে খাওয়ানোর পর জিজ্ঞেস করে...
"বল পেঁচো বাপ?"

আছে জ্বালাতন বিরক্তি আর মানসিক অশান্তি,তা সত্ত্বেও তুমি নামতে পারবেনা.......
যতক্ষণ তোমার নামার স্টেশন না আসছে....।।।