আমার একটা চিরাচরিত অভ্যাস হল বসার জায়গা গুলো ফিক্সড রাখা।মানে যেখানে একদিন বসি,সেখানেই বারংবার।
গত শুক্রবার ব্যান্ডেল কাটোয়া লোকালের(15:27) লাস্ট কম্পারমেন্টের লাস্ট সিট'টাতে বসেছিলাম। পাশে আরেকজন ভদ্রলোক বসেছিলেন।
চা খাওয়ার সময় ট্রেনের ঝাঁকুনিতে উনার গায়ে কিছুটা গরম চা পড়ে গেছিল।আমার খারাপ লেগেছিল।কিন্তু কোন কোন মূহুর্তে ভুল করেও "Sorry" বলা ছারা কোন উপায় থাকেনা।এমনিতেই বয়স্ক লোক!যাইহোক..উনি আমার উপর প্রচন্ড রেগে গেলেন।চিল্লামিল্লি শুরু করতে লাগলেন।আর এই ব্যাপার গুলো আমি কিছুতেই নিয়ন্ত্রণ করতে পারিনা।যাইহোক অনেক কষ্টে উনি শান্ত হলেন।উনার রাগের আরেকটা কারণ হল আমার মোবাইল! আসলে আগেকার মানুষ এগুলো একদম সয্য করতে পারেনা।
ট্রেন'টা কিছুদুর যাবার পর,আরেকজন বয়স্ক লোক ওষুধ খেতে জল চাইছিল।তো আমার কাছে যেটুকু ছিল তাতে হবেনা ভেবে আমি উনাকে একটা জলের বোতল কিনে দিলাম।যে ভদ্রলোকের গায়ে চা ফেলে দিয়েছিলাম উনি ব্যাপারটা লক্ষ্য করেছিলেন।
আমার কিছু ধারণা আছে যেগুলো সম্পুর্ণ আমার নিজের তৈরি। এই যেমন আমার মনে হয় কারো সাথে প্রথম দেখা, তার সাথে প্রথম কথা বলা'টাই শেষ প্রতীতি নয়।মানে ওই ইংরেজি বাক্যটা
"First Impression is the last Impression "
আমি একদম ই মানিনা।আরে বাবা!সারা জীবনেই একটা মানুষ কে চেনা যায়না আর ফার্স্ট ইম্প্রেশন!
আজ,আবার সেই এক ই ট্রেন আর এক ই জাগা।ব্যান্ডেলে ট্রেনে উঠেই দেখি সেই 'কাকু' আমার জন্য জায়গা করে দিচ্ছে,যিনি এতক্ষণ ভদ্রলোক হিসেবে নির্দেশিত হয়ে আসছিলেন।আমি মোবাইলে গান শুনছিলাম, ভিডিও চালিয়েছিলাম।
উনি আগ বাড়িয়ে "কাভি আলবিদা না কেহেনার" "তুমহি দেখোনা" দেখতে আসছেন।আমি হেডফোন'টা খুলে ওনার কানে গুঁজে দিলাম।JBL OVERHEAD!Problem হচ্ছিল বোধহয়। একেই তো বয়স্ক মানুষ!
বেশ কিছু কারণে মন খারাপ ছিল,ট্রেনে ঘুম ঘুম পাচ্ছিল।কেমন একটা নেশাগ্রস্ততার মত লাগছিল নিজেকে।হঠাৎ একটা বাচ্চা মেয়ে ওর মায়ের কোল থেকে আমার কাছে এসে বসলো।আমি তো ওর অনেক ছবি তুললাম,একটা ভিডিও তৈরি করলাম। বয়স্ক কাকুও আমাদের সাথে 'Selfie' তুলতে মেতে উঠলেন।ভুলেই গেলেন আগের দিন উনার সাথে আমার কি অঘটন ঘটেছিল।
হুমম!ঠিক ধরেছো।এটা একটা স্বীকারোক্তি। ইংরেজিতে যাকে বলে "Confession"..
ফেসবুকে "প্রেমিকার প্রেম" বর্ণনা ছারাও অনেক কিছুই লেখা যাই।যেটা অনেকের পড়ে ভাল লাগতে পারে।
প্যাঁচপ্যাঁচানি কাঁদা আর প্যাকপ্যাকানি রিক্স'এর হর্ণের আওয়াজ আর ছিটকে আসা নোংরা জল নতুন জিন্সে লাগলে,গায়ে লাগে।পাশ ফিরে বলতে ইচ্ছে করে
আরে বোকাচ্চিও (বাংলা গালি) দেখতে পাসনা?
কিন্তু "Behind the Scene"যে লোকটা..রিক্স না চালালে বাড়িতে হাড়ি চরেনা।তার কথা কি কখনো ভেবে দেখেছি।
আজ প্রেমের ছুটি,তাই রিক্সাওয়ালা, বদ মেজাজি কাকু আর Cutie Pie এর আগমন .....
ভাল থেকো,শুভ রাত্রি।
গত শুক্রবার ব্যান্ডেল কাটোয়া লোকালের(15:27) লাস্ট কম্পারমেন্টের লাস্ট সিট'টাতে বসেছিলাম। পাশে আরেকজন ভদ্রলোক বসেছিলেন।
চা খাওয়ার সময় ট্রেনের ঝাঁকুনিতে উনার গায়ে কিছুটা গরম চা পড়ে গেছিল।আমার খারাপ লেগেছিল।কিন্তু কোন কোন মূহুর্তে ভুল করেও "Sorry" বলা ছারা কোন উপায় থাকেনা।এমনিতেই বয়স্ক লোক!যাইহোক..উনি আমার উপর প্রচন্ড রেগে গেলেন।চিল্লামিল্লি শুরু করতে লাগলেন।আর এই ব্যাপার গুলো আমি কিছুতেই নিয়ন্ত্রণ করতে পারিনা।যাইহোক অনেক কষ্টে উনি শান্ত হলেন।উনার রাগের আরেকটা কারণ হল আমার মোবাইল! আসলে আগেকার মানুষ এগুলো একদম সয্য করতে পারেনা।
ট্রেন'টা কিছুদুর যাবার পর,আরেকজন বয়স্ক লোক ওষুধ খেতে জল চাইছিল।তো আমার কাছে যেটুকু ছিল তাতে হবেনা ভেবে আমি উনাকে একটা জলের বোতল কিনে দিলাম।যে ভদ্রলোকের গায়ে চা ফেলে দিয়েছিলাম উনি ব্যাপারটা লক্ষ্য করেছিলেন।
আমার কিছু ধারণা আছে যেগুলো সম্পুর্ণ আমার নিজের তৈরি। এই যেমন আমার মনে হয় কারো সাথে প্রথম দেখা, তার সাথে প্রথম কথা বলা'টাই শেষ প্রতীতি নয়।মানে ওই ইংরেজি বাক্যটা
"First Impression is the last Impression "
আমি একদম ই মানিনা।আরে বাবা!সারা জীবনেই একটা মানুষ কে চেনা যায়না আর ফার্স্ট ইম্প্রেশন!
আজ,আবার সেই এক ই ট্রেন আর এক ই জাগা।ব্যান্ডেলে ট্রেনে উঠেই দেখি সেই 'কাকু' আমার জন্য জায়গা করে দিচ্ছে,যিনি এতক্ষণ ভদ্রলোক হিসেবে নির্দেশিত হয়ে আসছিলেন।আমি মোবাইলে গান শুনছিলাম, ভিডিও চালিয়েছিলাম।
উনি আগ বাড়িয়ে "কাভি আলবিদা না কেহেনার" "তুমহি দেখোনা" দেখতে আসছেন।আমি হেডফোন'টা খুলে ওনার কানে গুঁজে দিলাম।JBL OVERHEAD!Problem হচ্ছিল বোধহয়। একেই তো বয়স্ক মানুষ!
বেশ কিছু কারণে মন খারাপ ছিল,ট্রেনে ঘুম ঘুম পাচ্ছিল।কেমন একটা নেশাগ্রস্ততার মত লাগছিল নিজেকে।হঠাৎ একটা বাচ্চা মেয়ে ওর মায়ের কোল থেকে আমার কাছে এসে বসলো।আমি তো ওর অনেক ছবি তুললাম,একটা ভিডিও তৈরি করলাম। বয়স্ক কাকুও আমাদের সাথে 'Selfie' তুলতে মেতে উঠলেন।ভুলেই গেলেন আগের দিন উনার সাথে আমার কি অঘটন ঘটেছিল।
হুমম!ঠিক ধরেছো।এটা একটা স্বীকারোক্তি। ইংরেজিতে যাকে বলে "Confession"..
ফেসবুকে "প্রেমিকার প্রেম" বর্ণনা ছারাও অনেক কিছুই লেখা যাই।যেটা অনেকের পড়ে ভাল লাগতে পারে।
প্যাঁচপ্যাঁচানি কাঁদা আর প্যাকপ্যাকানি রিক্স'এর হর্ণের আওয়াজ আর ছিটকে আসা নোংরা জল নতুন জিন্সে লাগলে,গায়ে লাগে।পাশ ফিরে বলতে ইচ্ছে করে
আরে বোকাচ্চিও (বাংলা গালি) দেখতে পাসনা?
কিন্তু "Behind the Scene"যে লোকটা..রিক্স না চালালে বাড়িতে হাড়ি চরেনা।তার কথা কি কখনো ভেবে দেখেছি।
আজ প্রেমের ছুটি,তাই রিক্সাওয়ালা, বদ মেজাজি কাকু আর Cutie Pie এর আগমন .....
ভাল থেকো,শুভ রাত্রি।
0 Comments
একটি মন্তব্য পোস্ট করুন