না মানে বেকার ছেলে আর তার বেকার ভাবনা!
শিক্ষাটা মানুষকে বড্ড বেশী 'বাজারি' করে তুলছে।ব্যাপারটা একটু বুঝিয়ে বলা যাক।
গতবার প্রাইমারি স্কুলের শিক্ষক নিয়োগের পরীক্ষা।চারিদিকে 'চাকরি' বিক্রি হচ্ছে। দুধ বিক্রির ঘোষওয়ালা থেকে শুরু করে খাঁসির মাংস বিক্রেতা সকলেই দর দাম হাঁকাচ্ছে।মোটামোটি যা বুঝতে পেরেছিলাম,ছ'লাখে পুরো সেটিং।চাকরি হবে আর তার সাথে পছন্দ করে রাখা প্রেমিকার সাথে বিয়ে আর পণের টাকাতে বাইক কিনে পিছনে বৌকে বসিয়ে
"এই পথ যদি না শেষ হয়"!
যারা বাগানে বসে তাস খেলতো তারাও স্বপ্ন দেখছে,এবার কালো হাতওয়ালা ব্যাগ'টা নিয়ে স্কুলে বাচ্চাদের পড়াবে...
A for 'অ্যাপেল'
B for 'বাল'..
আমাকে কেও বলেছিল,দালাল ধরলে ছোটখাটো নয়,একেবারে MLA লেভেল এর ধরা উচিৎ। এটা গেল দালাল চক্র।
এবার 'SMS' চক্র।একটা sms একটা মধ্যমেধার বাঙালি সন্তানের ঘুম কেরে নিতে পারে।যে পরীক্ষার আগের দিন পর্যন্ত কঠোর পরিশ্রম করে, রাতজেগে 'পেডাগজি'র সুত্র মুখস্ত করে এসেছে।অত্যন্ত ভীরের মধ্যে বাসের ছাদে চড়ে, স্টেশনের পাশের হোটেলে বসে পনেরো টাকার 'ডাল ভাত' খেতে বসে দেখে,পাশের বন্ধু পাপড়ে কামড় মেরে পরীক্ষার প্রশ্নপত্রের সাথে 'SMS' এর 'Answer Key' মেলাচ্ছে। জীবনের সবথেকে বড় 'চোঁয়া ঢেকুর' উঠলো বোধহয়, ইশ! একবিন্দুও হজম হলনা।
ঠিকাছে, চাকরি হল।মোটামোটিভাবে মিডিয়া দেখিয়েছে চাকরি কিভাবে হল। তবে হ্যা,স্বল্পসংখ্যক হলেও জেনুইন ক্যান্ডিডেট চাকরি পেয়েছে।প্রবলেম হল অন্য জাগায়।যে বন্ধুটা স্কুল টাইমে রাস্তার পাশের বাগানে বসে স্কুলের ছাত্রীদের রাস্তা পার হওয়া নজর রাখতো অথবা বিড়ি ধড়িয়ে ২৯ খেলতো,সে স্কুলে চাকরি পেয়ে কি পড়াবে?
B for 'বাল'!
পার্থবাবু সর্বভারতীয় পরীক্ষাতে পশ্চিমবাংলার ছেলেদের অংশগ্রহণ কমে যাচ্ছে এটা ভাবতে আর তার প্রতিকার পেতে "রামকৃষ্ণ মিশনে মিডিয়া" লাগিয়ে তোলপাড় করতে হবেনা,আর বোঝাতেও হবেনা,আপনি শিক্ষা সম্পর্কে কতটা সচেতন।
যে পুতুল'টা এই মূহুর্তে গড়া হচ্ছে,সেটার উপর নজর দিন।তার হাত ভেঙে আমরা তাকে পঙ্গু করে দিচ্ছিনাতো????
#An_apolitical_post
শিক্ষাটা মানুষকে বড্ড বেশী 'বাজারি' করে তুলছে।ব্যাপারটা একটু বুঝিয়ে বলা যাক।
গতবার প্রাইমারি স্কুলের শিক্ষক নিয়োগের পরীক্ষা।চারিদিকে 'চাকরি' বিক্রি হচ্ছে। দুধ বিক্রির ঘোষওয়ালা থেকে শুরু করে খাঁসির মাংস বিক্রেতা সকলেই দর দাম হাঁকাচ্ছে।মোটামোটি যা বুঝতে পেরেছিলাম,ছ'লাখে পুরো সেটিং।চাকরি হবে আর তার সাথে পছন্দ করে রাখা প্রেমিকার সাথে বিয়ে আর পণের টাকাতে বাইক কিনে পিছনে বৌকে বসিয়ে
"এই পথ যদি না শেষ হয়"!
যারা বাগানে বসে তাস খেলতো তারাও স্বপ্ন দেখছে,এবার কালো হাতওয়ালা ব্যাগ'টা নিয়ে স্কুলে বাচ্চাদের পড়াবে...
A for 'অ্যাপেল'
B for 'বাল'..
আমাকে কেও বলেছিল,দালাল ধরলে ছোটখাটো নয়,একেবারে MLA লেভেল এর ধরা উচিৎ। এটা গেল দালাল চক্র।
এবার 'SMS' চক্র।একটা sms একটা মধ্যমেধার বাঙালি সন্তানের ঘুম কেরে নিতে পারে।যে পরীক্ষার আগের দিন পর্যন্ত কঠোর পরিশ্রম করে, রাতজেগে 'পেডাগজি'র সুত্র মুখস্ত করে এসেছে।অত্যন্ত ভীরের মধ্যে বাসের ছাদে চড়ে, স্টেশনের পাশের হোটেলে বসে পনেরো টাকার 'ডাল ভাত' খেতে বসে দেখে,পাশের বন্ধু পাপড়ে কামড় মেরে পরীক্ষার প্রশ্নপত্রের সাথে 'SMS' এর 'Answer Key' মেলাচ্ছে। জীবনের সবথেকে বড় 'চোঁয়া ঢেকুর' উঠলো বোধহয়, ইশ! একবিন্দুও হজম হলনা।
ঠিকাছে, চাকরি হল।মোটামোটিভাবে মিডিয়া দেখিয়েছে চাকরি কিভাবে হল। তবে হ্যা,স্বল্পসংখ্যক হলেও জেনুইন ক্যান্ডিডেট চাকরি পেয়েছে।প্রবলেম হল অন্য জাগায়।যে বন্ধুটা স্কুল টাইমে রাস্তার পাশের বাগানে বসে স্কুলের ছাত্রীদের রাস্তা পার হওয়া নজর রাখতো অথবা বিড়ি ধড়িয়ে ২৯ খেলতো,সে স্কুলে চাকরি পেয়ে কি পড়াবে?
B for 'বাল'!
পার্থবাবু সর্বভারতীয় পরীক্ষাতে পশ্চিমবাংলার ছেলেদের অংশগ্রহণ কমে যাচ্ছে এটা ভাবতে আর তার প্রতিকার পেতে "রামকৃষ্ণ মিশনে মিডিয়া" লাগিয়ে তোলপাড় করতে হবেনা,আর বোঝাতেও হবেনা,আপনি শিক্ষা সম্পর্কে কতটা সচেতন।
যে পুতুল'টা এই মূহুর্তে গড়া হচ্ছে,সেটার উপর নজর দিন।তার হাত ভেঙে আমরা তাকে পঙ্গু করে দিচ্ছিনাতো????
#An_apolitical_post
0 Comments
একটি মন্তব্য পোস্ট করুন