ব্যর্থতা মানে শুধু নিজেদের পরাজয় নয়।যেটা সবথেকে বেশী আমাদের আঘাত করে তা হল আমাদের বাবা মা আর প্রিয়জনদের বিশ্বাস ভঙ্গতা যে প্রত্যাশা তারা দীর্ঘদিন ধরে আমাদের উপর করে আসছে।আমি এখনো বাবার অনুভূতির কথা মনে করতে পারি যখন আমি তাকে বলেছিলাম আমি প্রিলিমস পরীক্ষায় উত্তীর্ণ হতে পারিনি।বাবার প্রত্যাশার যন্ত্রণাটা আমি এখনো বয়ে বেড়াচ্ছি। তীব্র যন্ত্রণাতেও যার মুখে সর্বদা হাঁসির রেখা ফুটে উঠতো আজ এই খবরের পর তা ক্ষণিকের মধ্যে হারিয়ে গেল।এই একটা বিষয় আমাকে আরো পরিশ্রমী আর অধ্যাবসায়ী করে তুলেছে যাতে দ্বিতীয়বার এক-ই ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।এভাবেই নিজেকে আরো সমৃদ্ধি করে তুলছি বাকিটা তো ঈশ্বরের হাতে।মধ্যবিত্ত পরিবারের সন্তান হওয়াই আমি বলবো প্রথমে কিছুটা আয় শুনিশ্চিত কর,এটা শুধুমাত্র কিছুটা বোঝায় কমাবেনা,তোমার কাঙ্ক্ষিত লক্ষ্য পুরণেও অনেকটা সহযোগীতা করবে।
আমি একটা কথা আবার বলতে চাই ;একটা ব্যর্থতা মানে বাকি জীবনের অসফলতা নয়।
বরং নিজের ভুল ভ্রান্তি পর্যালোচনা করে,সেগুলো সংশোধন করার চেষ্টা কর।আর এভাবেই তুমি শীঘ্রই ব্যর্থতার অপরদিকিটার সন্ধান পাবে।।।