ছোলাবিক্রেতা কাঠের টুকরোর উপর কাঁচা লঙ্কা রেখে কুঁচি কুঁচি করে কাঠছে।
ঝালমুড়ি'আলা ছোলাবিক্রেতার চাকুর গতি নিরীক্ষণ করছে।
ঘুগনিভায়া তার গোঁফের ওপর সদ্যজাত ব্রণর ওপর হাত বোলাচ্ছে।
চা'কাকু হাতের কেতলি নিয়ে সজোরে চিল্লাচ্ছে 'চা'এ,চা'এ"
মামনি'র কেনা ঝাঁলমুড়ি হাত থেকে পরে জামাটার সৌন্দর্য  নষ্ট করে দিল,তাই মন খারাপ ; উদাস মনে বসে আছে।
কাকু পকেটে হাত রেখে (মনে হয়) বাড়িতে রেখে আসা ছোট্ট বাচ্চার কথা ভাবছে..
ক্ষেপী'টা দশ'টা টাকার জন্য নববিবাহিত দম্পতির উপর জবরদস্তি করছে।
আর আমার মন'ও স্থির নেই.....
ভাবছে....
'ভালোবাসলে'......
সেতো পরম পাওয়া...
আর না বাসলে....!!??
কোন ব্যর্থ প্রেমের উপন্যাস লিখে 'বিখ্যাত' হয়ে যাওয়া.......