হ্যাঁ ভাই বুঝি!এ বয়সে মাঝে মধ্যে নিজেকে বড্ড একা লাগে,কিন্তু একা না থাকলে সংগে থাকার মজাটা বুঝবি কিভাবে???

মনের আর শরীরের অবিরাম যুদ্ধ চলিতেই থাকে।শুধাংশু কিছুতেই বুঝিতে পারেনা কিসে তাহার মুক্তিলাভ। কদাচিৎ মনকে শান্ত করার বৃথা চেষ্টা সে করিয়াছে,মার্ক তোয়েন,বৌদ্ধদর্শন এবং শ্রীমদভগবত গীতা পাঠ করিয়া সে বুঝিয়াছে দর্শনের বিস্তার পুস্তকেই সীমাবদ্ধ। ইহা হয়তে রাত্রে মদ্দপান করিয়া রসায়ন সাস্ত্র অধ্যয়ন করা শ্রেয়। কিয়তখন সে চোখ বুঝিয়ে থাকে,ভাববার সময় নেয়।ভাবতে থাকে তাহার পরবর্তী কর্মপরিকল্পনা। দায়িত্ববোধ থেকে তাহার মুক্তি নেই,ইহা এমনি এক বিষাক্ত ভাবনা যা কিয়তখনের মধ্যে তাহাকে ভাববাদ হয়তে প্রকৃতিতে ফেরত লইয়া আসে।আকস্মিক সে চোখ খুলিয়া ফেলে,গৃহের পাসের প্রণরেনীর উচ্চাঙ্গ সঙ্গীত তাহার কানে তীররে ফলার মত বিঁধতে থাকে:
"মাঝে মাঝে একা লাগে,
ভীষণ সুখেও একা লাগে"!