বিজ্ঞাপনী চমক নাকি সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট??
প্রাইমারি টেট আদৌ হবে নাকি সন্দেহ আছে!
বিজ্ঞাপন বেড়োনোর সাথে সাথে কামাল হোসেনে সাহেবের পাতা ভরা চাকচিক্য বিজ্ঞাপনের চমক।মানে পরীক্ষা না হলেও তুমি কামাল হোসেন স্যারের কোচিং এ পড়লে চাকরি পাবেই,উনার এমন-ই কামাল।উনার দু একটা কপি পেস্ট করা বই ও দেখেছি।তার পেজ কুয়ালিটি অনন্য সাধারণ,আর বই এর মাঝে কোচিং এর বিজ্ঞাপন!
তার কথা তো বলার-ই নয়।
এবার আসি মিস্টার সমিত রায়ের "মুরগি ধরার ফাঁদের"কথায়।এ হেন বাংলা কোন নিউজ পেপার আছে? যাতে উনার 'সেন্টার' এর বিজ্ঞাপন নেই!বাথরুম থেকে বাস স্ট্যান্ড.. রণে বণে জঙ্গলে,সবেতেই সমিত রায়।উনার 'সেন্টার'ওভারসিস,মানে USA তেও আছে।তা ওখানকার ছেলেমেয়েরাও WBCS দিচ্ছে!ও হ্যা!সেন্টারে এত ভীর হচ্ছে, যে ইনিসিয়াল কথা বলতেও একটা এমাউন্ট লাগে।
আমি একবার ভেবেছিলাম দিল্লির 'বাজিরাম & রবি'তে এডমিশন নেব।তো উনাদের মেল করলাম, উনারা বললো জাস্ট অনলাইন ফর্ম ফিল আপ করলেই হয়ে যাবে।
জর্জটেলিগ্রাফ!জয় গুরু!
একবার টিভিতে এড দেখেছিলাম..
...দাদা আমাকে বাইক চালানো শেখাবে?
......জর্জটেলিগ্রাফে ভর্তি হয়েছি,খুব শিগগিরি কিনে ফেলবো।'
তো পুরো গাছে কাটাল গোঁপে তেল অবস্থা(যদিও এড টা ওদের প্রতিযোগিতামুলক পরীক্ষার নয়,তবুও)।বঙ্গের প্রতি প্রান্তে তাদের 'সেন্টার',আর কর্মসংস্থানের লাস্ট পেজ'টা ওদের কেনা।কোচিং এর ইনফ্রস্ট্রাকচার নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে।
তাপস যশ(বানান টা ভুল লিখলাম বোধহয়)..
পুরো নেতাজি নেতাজি ব্যাপার!
"তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব"।
ও থুরি!
"তোমরা আমাকে তিনমাস দাও,আমি তোমাদের সরকারি চাকরি দেব"।কোচিং সেন্টারের ব্যাপারে বিশেষ কিছু জানা নেই।
সামিম স্যার আর "একাডেমিক এসোসিয়েশন "
পুরো ডিরোজিও ডিরোজিও ব্যাপার।ক্লাসের দিনে দুএকটা WBCS অফিসারদের সাথে মিট করতে পারবে,এখান থেকে পজিটিভ Attitude তৈরি হবে।
অন্তত এই কারণে তোমাই 'Academic Association'এ ভর্তি হতেই হবে,তবে শুনেছি উনাদের মক ইন্টার্ভিউ এর প্রসিডিওর টা ভাল।এটাও কি চমক!জানা নেই!
এবার আসি কাজের কথায়,দিল্লির প্যারামাউন্ট ইন্সটিটিউট এর নিতু ম্যাম’এর কাছে মেল করেছিলাম অনেক দিন আগে।উনি কলকাতাতে কোচিং খোলার আশ্বাস দিয়েছিলেন।"বাজিরাম & রভি" "রাও" "ভিশন IAS"এদের ও মেল করেছি,They are looking forward....
তবে আমার প্রিয় কোচিং ম্রুনাল স্যার কোন কোর্স ফী নেই।
এরা এলে বাংলার "কোচিং "এর রমরমাটা কমতো,আর টাকা দিয়ে পরোক্ষার্থীরা অন্তত কুয়ালিটি এডুকেশন পেতো।ইভেন ওদের কোর্স ফী ও এত না।প্যারামাউন্ট এর সিজিএল এর ফীস মাত্র 12,000 ভেবে দেখো!আমরা কেমন ঠকছি!
জাগো গ্রাহক!জাগো!
প্রাইমারি টেট আদৌ হবে নাকি সন্দেহ আছে!
বিজ্ঞাপন বেড়োনোর সাথে সাথে কামাল হোসেনে সাহেবের পাতা ভরা চাকচিক্য বিজ্ঞাপনের চমক।মানে পরীক্ষা না হলেও তুমি কামাল হোসেন স্যারের কোচিং এ পড়লে চাকরি পাবেই,উনার এমন-ই কামাল।উনার দু একটা কপি পেস্ট করা বই ও দেখেছি।তার পেজ কুয়ালিটি অনন্য সাধারণ,আর বই এর মাঝে কোচিং এর বিজ্ঞাপন!
তার কথা তো বলার-ই নয়।
এবার আসি মিস্টার সমিত রায়ের "মুরগি ধরার ফাঁদের"কথায়।এ হেন বাংলা কোন নিউজ পেপার আছে? যাতে উনার 'সেন্টার' এর বিজ্ঞাপন নেই!বাথরুম থেকে বাস স্ট্যান্ড.. রণে বণে জঙ্গলে,সবেতেই সমিত রায়।উনার 'সেন্টার'ওভারসিস,মানে USA তেও আছে।তা ওখানকার ছেলেমেয়েরাও WBCS দিচ্ছে!ও হ্যা!সেন্টারে এত ভীর হচ্ছে, যে ইনিসিয়াল কথা বলতেও একটা এমাউন্ট লাগে।
আমি একবার ভেবেছিলাম দিল্লির 'বাজিরাম & রবি'তে এডমিশন নেব।তো উনাদের মেল করলাম, উনারা বললো জাস্ট অনলাইন ফর্ম ফিল আপ করলেই হয়ে যাবে।
জর্জটেলিগ্রাফ!জয় গুরু!
একবার টিভিতে এড দেখেছিলাম..
...দাদা আমাকে বাইক চালানো শেখাবে?
......জর্জটেলিগ্রাফে ভর্তি হয়েছি,খুব শিগগিরি কিনে ফেলবো।'
তো পুরো গাছে কাটাল গোঁপে তেল অবস্থা(যদিও এড টা ওদের প্রতিযোগিতামুলক পরীক্ষার নয়,তবুও)।বঙ্গের প্রতি প্রান্তে তাদের 'সেন্টার',আর কর্মসংস্থানের লাস্ট পেজ'টা ওদের কেনা।কোচিং এর ইনফ্রস্ট্রাকচার নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে।
তাপস যশ(বানান টা ভুল লিখলাম বোধহয়)..
পুরো নেতাজি নেতাজি ব্যাপার!
"তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব"।
ও থুরি!
"তোমরা আমাকে তিনমাস দাও,আমি তোমাদের সরকারি চাকরি দেব"।কোচিং সেন্টারের ব্যাপারে বিশেষ কিছু জানা নেই।
সামিম স্যার আর "একাডেমিক এসোসিয়েশন "
পুরো ডিরোজিও ডিরোজিও ব্যাপার।ক্লাসের দিনে দুএকটা WBCS অফিসারদের সাথে মিট করতে পারবে,এখান থেকে পজিটিভ Attitude তৈরি হবে।
অন্তত এই কারণে তোমাই 'Academic Association'এ ভর্তি হতেই হবে,তবে শুনেছি উনাদের মক ইন্টার্ভিউ এর প্রসিডিওর টা ভাল।এটাও কি চমক!জানা নেই!
এবার আসি কাজের কথায়,দিল্লির প্যারামাউন্ট ইন্সটিটিউট এর নিতু ম্যাম’এর কাছে মেল করেছিলাম অনেক দিন আগে।উনি কলকাতাতে কোচিং খোলার আশ্বাস দিয়েছিলেন।"বাজিরাম & রভি" "রাও" "ভিশন IAS"এদের ও মেল করেছি,They are looking forward....
তবে আমার প্রিয় কোচিং ম্রুনাল স্যার কোন কোর্স ফী নেই।
এরা এলে বাংলার "কোচিং "এর রমরমাটা কমতো,আর টাকা দিয়ে পরোক্ষার্থীরা অন্তত কুয়ালিটি এডুকেশন পেতো।ইভেন ওদের কোর্স ফী ও এত না।প্যারামাউন্ট এর সিজিএল এর ফীস মাত্র 12,000 ভেবে দেখো!আমরা কেমন ঠকছি!
জাগো গ্রাহক!জাগো!
0 Comments
একটি মন্তব্য পোস্ট করুন