ফাঁটা বুড়ো আঙুলের নীচের ছেড়া চটি,কোঁচলে মুড়ি আর কাঁচা লঙ্কা,কালো মুখ'টা যখন উদাস হয়ে আকাশের দিকে চেয়ে থাকে..উবুর হয়ে বসে শাড়ির একটা অংশ  ডান আঙুলে টেনে ধরে  চলতে থাকে সভ্যতাকে বাঁচিয়ে রাখার আপ্রাণ প্রচেষ্টা।ক্লান্ত দাঁতে এই ভর দুপুরে মুড়ি কাঁটতে চাইনা...করে একটু ভাতের আশা....

এসব দেখে মনে হয় বেঁচে আছি এই যথেষ্ট, আমিও ক্লান্ত,জীবনের সাথে তাল মিলিয়ে আর ছুঁটতে পারছিনা।
নতজানু হয়ে বসে,ঈশ্বরের কাছে প্রার্থনা করি...
বলি....

"ক্লান্তি আমার ক্ষমা কর প্রভু, পথে যদি পিছিয়ে পড়ি কভু ।।"