- তোমার আজকের দিনটার কথা মনে আছে?
- আজ কী আমার জন্মদিন?
- না...
- আজকের দিনে আমরা একসাথে কোথাও বেড়াতে গেছিলাম?
- না।
- আজকের দিনে আমরা প্রচন্ড ঝগড়া করেছিলাম! আচ্ছা আজকে কী সেইদিনটা যেদিন আমরা মারামারি করেছিলাম? তুমি ঠ্যালা দিতেই আমার একটা দাঁত নড়ে গেছিল?
- উহ! না বাবা নাহ্!
- তাহলে আজকে নিশ্চিত সেইদিনটা। আমরা প্রথম কোনওরকম মিস ছাড়া কিসমিস খেয়েছিলাম। তারপর সেই ছবি তুলে দেখি মনে হচ্ছে একটা বাচ্চা পাখিকে তার মা ঠোঁটে করে খাবার খাওয়াচ্ছে...  টেকনিক্যালি রঙ! অথচ কালারফুল!
- উহ্! ভগবান! সেইসব কিচ্ছু না। আজ আমাদের অ্যানিভার্সারি।
- হুমম... গুড।
- বলেছিনা...! 'হুমম' আর 'গুড' শব্দ দুটো ব্যবহার করা বারণ...বাই দা ওয়ে.. আজ তোমার জন্য একটা সারপ্রাইজ আছে... এই নাও... খুলে দ্যাখো..!
- আরে! এতো আমাদের হোয়ট্সঅ্যাপের কথাবার্তা!... একদম প্রিন্টেড বই! সামনে দুজনের প্রথম একসাথে তোলা ছবি... এই তো আমার চোখবোজা ছবিটা... তুমি সব যত্ন করে রেখে দিয়েছিলে! আমি তো ভাবতাম তুমি রাতের শেষে সব মেসেজ ডিলিট করে দিতে! বিশ্বাস করো তুমি আমায় যে এইভাবে সারপ্রাইজ দেবে তা কখনও কল্পনাও করতে পারিনি... ইভেন আমি বিয়ের আগে প্রায়ই ডাউটে এ পড়তাম... এ মেয়ে ভালোভাসতে জানে তো!