তোমার অঙ্ক, আমার ইংরেজি আর বাকি দুএক জনের ফিজিক্স কেমিস্ট্রি ছিন্নভিন্ন করে যে ইতিহাস তৈরি হয়েছিল.... ঐ দ্যাখো.... হাওয়াই চপ্পলের পাঁচটা আঙুলের ছাপে তার স্মৃতিচিহ্ন রয়ে গিয়েছে....
আমার মাফলার, তোমার দস্তানা আর দুপুরের সম্পর্কের দস্তাবেজ.... পর্ণমোচী শীতের সকালের খসখস.... টুপটাপ ঝরেছিলাম।
একটা কবিতা উড়েছিল, নুইয়েছিল ইটের গাদার প্রথম গাঁদা... সোয়েটারের নীচেকার বিরাগ... লালচে ফুস্কুড়ি।
আমার তেষট্টির কাটাই তেষ্টা পেয়েছে.... সমস্ত প্রেক্ষিকা উপেক্ষা করে ছুটে যাই... এই তো তুমি... সেই তুমি....
দৃষ্টিভ্রম অথবা.... বিশ্বাস, মায়া, মোহ বা বিভ্রান্তি।
আমার মাফলার, তোমার দস্তানা আর দুপুরের সম্পর্কের দস্তাবেজ.... পর্ণমোচী শীতের সকালের খসখস.... টুপটাপ ঝরেছিলাম।
একটা কবিতা উড়েছিল, নুইয়েছিল ইটের গাদার প্রথম গাঁদা... সোয়েটারের নীচেকার বিরাগ... লালচে ফুস্কুড়ি।
আমার তেষট্টির কাটাই তেষ্টা পেয়েছে.... সমস্ত প্রেক্ষিকা উপেক্ষা করে ছুটে যাই... এই তো তুমি... সেই তুমি....
দৃষ্টিভ্রম অথবা.... বিশ্বাস, মায়া, মোহ বা বিভ্রান্তি।
0 Comments
একটি মন্তব্য পোস্ট করুন