রচনা 'শীতকাল.....'
শীতকাল অত্যন্ত ভাল একটি কাল। আমরা শীতকালের ভোরে নীম্নচাপ চেপে থাকি, কারণ উঠতে কষ্ট হয়। ইংরেজরা শীতকালকে 'শিট'কাল বলতেন।
শীতকালে দেশের সমস্ত সুন্দরী মেয়েদের বিয়ে হয়। আমরা বুক ফাটিয়ে ভোজ খেতে যায়। মেয়েরা ফুচকা খায়, আমরা স্টলের সামনে দাঁড়িয়ে মেয়েদের ফুচকা খাওয়া দেখি।
শীতকালে আমাদের ঠোট ফাটে, জিভ'টা ঠোটে লাগলে ক্যামন একটা মিষ্টি মিষ্টি লাগে, আর তড়াত করা যন্ত্রণা অনুভূত হয়।
শীতকালে পায়ে করে লেপের ওয়াড় ছিঁড়তে মজা লাগে। শীতকালে 'নো-চান' সপ্তাহ পালন করা হয়, যা ইউনেস্কো দ্বারা স্বীকৃত।
শীতকালে পঁচিশে ডিসেম্বর আসে, আমরা কেক কেটে যিশু দাদুর জন্মদিন পালন করি। অনেক খানি রচনা লিখে ফেললাম, এরপরেও আপনি যদি কম নম্বর দেন....ভাববো আপনি একজন অত্যন্ত কৃপণ স্যার। শীতকাল তো দূরের কথা...গরম কালেও আপনার হাত দিয়ে জল গড়াই না।
শীতকাল অত্যন্ত ভাল একটি কাল। আমরা শীতকালের ভোরে নীম্নচাপ চেপে থাকি, কারণ উঠতে কষ্ট হয়। ইংরেজরা শীতকালকে 'শিট'কাল বলতেন।
শীতকালে দেশের সমস্ত সুন্দরী মেয়েদের বিয়ে হয়। আমরা বুক ফাটিয়ে ভোজ খেতে যায়। মেয়েরা ফুচকা খায়, আমরা স্টলের সামনে দাঁড়িয়ে মেয়েদের ফুচকা খাওয়া দেখি।
শীতকালে আমাদের ঠোট ফাটে, জিভ'টা ঠোটে লাগলে ক্যামন একটা মিষ্টি মিষ্টি লাগে, আর তড়াত করা যন্ত্রণা অনুভূত হয়।
শীতকালে পায়ে করে লেপের ওয়াড় ছিঁড়তে মজা লাগে। শীতকালে 'নো-চান' সপ্তাহ পালন করা হয়, যা ইউনেস্কো দ্বারা স্বীকৃত।
শীতকালে পঁচিশে ডিসেম্বর আসে, আমরা কেক কেটে যিশু দাদুর জন্মদিন পালন করি। অনেক খানি রচনা লিখে ফেললাম, এরপরেও আপনি যদি কম নম্বর দেন....ভাববো আপনি একজন অত্যন্ত কৃপণ স্যার। শীতকাল তো দূরের কথা...গরম কালেও আপনার হাত দিয়ে জল গড়াই না।
0 Comments
একটি মন্তব্য পোস্ট করুন