- আচ্ছা! তোমার দোকানের নাম মাৎস্যায়ন কেন?
- বৌদি, আমি বাৎস্যায়নের একনিষ্ঠ ভক্ত। উনার লেখা রামসুত্র আমি ধর্মগ্রন্থ হিসেবে পাঠ করি। তাই ছন্দানুসরণ।
- রামসুত্র আবার কী জিনিস?
- রামসুত্র জানেন না? আরে রামের বনবাস শোনেননি? সীতার সাথে বনবাস যাবার পর ভগবান শ্রীরামচন্দ্র যেভাবে কাটালেন, সেই অ্যাডভেঞ্চারস কাহিনী বর্ণিত আছে রামসুত্রে।
- জঙ্গলে মঙ্গল!
- বৌদি প্লিজ, সাতসকালে সেসব কথা থাক। হরে কৃষ্ণ, জয় রাধেগোবিন্দ।
- তুমি আজকাল কী মাছ দিচ্ছ জানিনা, তোমার দাদার বুদ্ধিশুদ্ধি ক্রমশ লোপ পাচ্ছে।
- প্রোটিন ফ্যাট আর কার্বোহাইড্রেট বেশি করে খাওয়ান। ডিম খাওয়াতে পারেন। দুধ পাওয়া যায়না?
- কিসের দুধ?
- আশেপাশে, হাতের কাছে যা পাওয়া যায়!
- হরেকৃষ্ণ!
- জয় রাধে।
- তবে কী জানেন? শুধুমাত্র খাওয়াদাওয়াতে হবেনা পর্যাপ্ত পরিমাণে ঘুমের প্রয়োজন।
- তোমার কী মনে হয় তোমার দাদা না ঘুমিয়ে রাতে অন্য কাজ করে?
- আমি কী দেখতে গিয়েছি?
- তাহলে তুমি বরং একদিন দেখতেই এসো.....
- বৌদি, আমি বাৎস্যায়নের একনিষ্ঠ ভক্ত। উনার লেখা রামসুত্র আমি ধর্মগ্রন্থ হিসেবে পাঠ করি। তাই ছন্দানুসরণ।
- রামসুত্র আবার কী জিনিস?
- রামসুত্র জানেন না? আরে রামের বনবাস শোনেননি? সীতার সাথে বনবাস যাবার পর ভগবান শ্রীরামচন্দ্র যেভাবে কাটালেন, সেই অ্যাডভেঞ্চারস কাহিনী বর্ণিত আছে রামসুত্রে।
- জঙ্গলে মঙ্গল!
- বৌদি প্লিজ, সাতসকালে সেসব কথা থাক। হরে কৃষ্ণ, জয় রাধেগোবিন্দ।
- তুমি আজকাল কী মাছ দিচ্ছ জানিনা, তোমার দাদার বুদ্ধিশুদ্ধি ক্রমশ লোপ পাচ্ছে।
- প্রোটিন ফ্যাট আর কার্বোহাইড্রেট বেশি করে খাওয়ান। ডিম খাওয়াতে পারেন। দুধ পাওয়া যায়না?
- কিসের দুধ?
- আশেপাশে, হাতের কাছে যা পাওয়া যায়!
- হরেকৃষ্ণ!
- জয় রাধে।
- তবে কী জানেন? শুধুমাত্র খাওয়াদাওয়াতে হবেনা পর্যাপ্ত পরিমাণে ঘুমের প্রয়োজন।
- তোমার কী মনে হয় তোমার দাদা না ঘুমিয়ে রাতে অন্য কাজ করে?
- আমি কী দেখতে গিয়েছি?
- তাহলে তুমি বরং একদিন দেখতেই এসো.....
0 Comments
একটি মন্তব্য পোস্ট করুন