- আপনি খুব বাজে লেখেন...
- (নো) 'থ্যাংকস'।
- আপনার লেখা পড়লে মনে হয় পাঁচ টাকা দামের কুরকুরে খাচ্ছি, যাতে ম্যাটেরিয়ালস কম আর হাওয়া বেশি।
- (নো) 'থ্যাংকস'।
- আপনার লেখার সাড়েচুয়াত্তুর শতাংশ বানান ভুল, আপনি বাংলাটা মোটেই জানেন না....
- (নো) 'থ্যাংকস'।
- আপনার লেখাতে ম্যানম্যানে মোনোটোনাস দুঃখ, আপনি বড্ড একঘেয়ে।
- (নো) 'থ্যাংকস'।
- আপনি আলফাল লিখে মেয়েদের উত্যক্ত করেন, আপনার যাবজ্জীবন হওয়া উচিত।
- (নো) 'থ্যাংকস'।
- আপনার নাম সুদীপ্ত সেন হওয়া উচিত, আর আপনাকে জেলে পুরে ঘোড়ার লেজের চাবুক দিয়ে মারা উচিত।
- (নো) 'থ্যাংকস'।
- আপনি মেয়েদের কাছে লাইক ভিক্ষা করেন, আপনি একজন ভন্ড রাজনীতিবিদ....
- (নো) 'থ্যাংকস'।
- আপনি খুব রোগা, দেখে মনে হয় ঝড় দিলেই উড়ে যাবেন, আর আপনার চুল দেখে মনে হয় পঁচিশ হাজার ভোল্টেজের শক খেয়েছেন।
- (নো) 'থ্যাংকস'।
- আপনার লেখার নীচে একজন কমেন্ট করে 'মুরগি?' , উনি ঠিক লেখেন। আপনি একটা জরাগ্রস্ত দেশি মুরগি, যে বার্ডফ্লু তে ভুগছে।
- (নো) 'থ্যাংকস'।
- আপনার লেখাতে অসভ্য ইঙ্গিত থাকে, ফেসবুকের সেন্সর বোর্ড কর্তৃক আপনার লেখা ব্যানড করে দেওয়া উচিত।
- (নো) 'থ্যাংকস'।
- আপনি নিজেকে সিঙ্গেল বলেন আর মেয়েদের সাথে ফ্লার্ট করেন। আপনি একজন ঠক, জোচ্চোর, প্রবঞ্চক, ধোঁকাবাজ, মিথ্যুক.... আপনি একটা ঘোলা জলের কচুরিপানা।
- (নো) 'থ্যাংকস'।
- আপনি একজন ছোটলোক লেখক।
- অসংখ্য ধন্যবাদ।
- ক্যানো?
- এই যে 'লেখক' বললেন, আমি তো ফেসবুকে স্টেটাস লিখি।
- আপনার লেখা গল্পগুলোও পড়েছি....ভাল লেখেন।
- এইডা কিসু হইলো!
- আবার জিগায়!