- তাজমহল কে তৈরি করেছিলেন?
- মীরজাফর।
- তোকে তো যাদুঘরে সংরক্ষণ করে রাখা উচিত!
- স্যার, এটা আমি জানতাম। আপনাকে হাসানোর জন্য বললাম।
- কোথায় গিয়েছিলি?
- নবদ্বীপে রাস দেখতে, সাথে সুন্দরী....
- মেয়ে?
- না। প্রতিমা।
- ইংরেজিতে ট্রান্সলেট করতো দেখি,
নবদ্বীপে ভারতমাতার প্রতিমা দর্শন করলাম।
- এটা তো হেব্বি সহজ। আমার বাঁহাতের কড়ি আঙুলের কাজ।
- বল, তোর বাঁহাতের কড়ি আঙুলের খেলটাই দেখি।
- আই ফিলশফিড আইডল অফ মাদার ইন্ডিয়ান আইডল অ্যাট নবদ্বীপ।
- এইনে, নোবেল প্রাইজ।
- স্যার, যে পেপার ছুড়ে মারলেন, এতো টাইমস অফ ইন্ডিয়ার পেজ থ্রির সানি আন্টির ছবি! আপনি দেখছিলেন বুঝি!

© Sudip Sen
28 Nov 15