জীবনে যে কতশত পাপ করেছি যে কারণে আমার প্রেমে বাঁধা পড়ে তা আর বলার নয়।
স্কুলের জাতীয় সঙ্গীতের শেষে স্যার যখন জিজ্ঞেস করত আদর্শ কী?
'সত্য প্রেম করুম না'।
ভগবান বোধহয় ঠিকই শুনেছিলেন, এখন আর কোনও প্রেমই সত্যি হয়না। সত্যি ভেবে ভুল করি মাত্র।
স্কুলে পৌঁছে আকস্মাৎ মৃত্য সংবাদ শুনে মনে আনন্দের উদ্রেক হত। আজ তাহলে ফার্স্ট পিরিয়ডে শোক পালন করেই ছুটি!
প্রেয়ার লাইনের শেষে গিয়ে দাঁড়াতাম। সামনে পিছনে 'শয়তানদের মন্ত্রণালয়'।
শোক পালন শুরু। এক মিনিটের নীরবতা কিছুতেই যেন কেটে ওঠেনা। আজ সত্যি বলছি, সেদিন আমার কোনও দোষ ছিলনা। পিছন থেকে ফুচু আমায় হাসিয়ে দিয়েছিল। আমার হাসা দেখে সামনের কৌশিক, সেখান থেকে অশোক। হাসি ভাইরাল হয়ে শোকপালন অট্টহাসির আকার ধারণ করল। পিছন ঘুরে দেখি স্যার দাঁড়িয়ে। দুঃখের কথা আর কাকে বলি! স্যার সেদিন প্রেয়ার লাইনে কান ধরে দাঁড় করিয়ে দিয়েছিল। তিনদিন কোনও মেয়ের সামনে মুখ দেখাতে পারি নি।
আই ফেল্ট সো হেল্পলেস। ভগবান গিভ মি আ সুযোগ, আই ওয়ান্ট টু ডু প্রায়শ্চিত্ত।
স্কুলের জাতীয় সঙ্গীতের শেষে স্যার যখন জিজ্ঞেস করত আদর্শ কী?
'সত্য প্রেম করুম না'।
ভগবান বোধহয় ঠিকই শুনেছিলেন, এখন আর কোনও প্রেমই সত্যি হয়না। সত্যি ভেবে ভুল করি মাত্র।
স্কুলে পৌঁছে আকস্মাৎ মৃত্য সংবাদ শুনে মনে আনন্দের উদ্রেক হত। আজ তাহলে ফার্স্ট পিরিয়ডে শোক পালন করেই ছুটি!
প্রেয়ার লাইনের শেষে গিয়ে দাঁড়াতাম। সামনে পিছনে 'শয়তানদের মন্ত্রণালয়'।
শোক পালন শুরু। এক মিনিটের নীরবতা কিছুতেই যেন কেটে ওঠেনা। আজ সত্যি বলছি, সেদিন আমার কোনও দোষ ছিলনা। পিছন থেকে ফুচু আমায় হাসিয়ে দিয়েছিল। আমার হাসা দেখে সামনের কৌশিক, সেখান থেকে অশোক। হাসি ভাইরাল হয়ে শোকপালন অট্টহাসির আকার ধারণ করল। পিছন ঘুরে দেখি স্যার দাঁড়িয়ে। দুঃখের কথা আর কাকে বলি! স্যার সেদিন প্রেয়ার লাইনে কান ধরে দাঁড় করিয়ে দিয়েছিল। তিনদিন কোনও মেয়ের সামনে মুখ দেখাতে পারি নি।
আই ফেল্ট সো হেল্পলেস। ভগবান গিভ মি আ সুযোগ, আই ওয়ান্ট টু ডু প্রায়শ্চিত্ত।
0 Comments
একটি মন্তব্য পোস্ট করুন