আমাকে লজ্জাতে ফেলা খুব সহজ। কেউ যদি বলে ক্লাস সিক্স থেকে টুয়েলভের মধ্যে পড়া যেকোনও একটা কবিতা পুরো আবৃত্তি করতে, ব্যাস! আমার গল্প শেষ।
বাবা ছোট থেকেই অনেক কবিতা আবৃত্তি করে শোনাতো, এই অপদার্থ ছেলের দুই থেকে দশের ঘরের নামতা মুখস্থ করতেই এক যুগ কেটে গেছিল। আর কবিতা!
কোনদিন-ই কোনও বিষয়ে বাবার সমকক্ষ হতে পারিনি, আর পারব-ও না।
বাবা এখনও রোজ তিনটে করে দৈনিক সংবাদপত্র পড়ে, যে কোনও সামাজিক বা রাজনৈতিক ঘটনার উপর আলোচনা করতে বললে বাবার সাথে পেরে ওঠা কঠিন। এছাড়াও জমিই মাপ আর বিয়ের আয়োজনে বাবার প্রায়শই ডাক পড়ে। বাবার এখনও যা ফিটনেস আত্মীয়পরিজন কিছুতেই বুঝতেই পারে না, যে আমি বাবার সন্তান, এই বয়সে ময়ূরাসন-এ বাবার সাথে চ্যালেঞ্জ নেওয়া কঠিন। বাবা বেশ ভাল দাবা খেলে। আমাদের ঘরে এখনও একটা কাঠের বড় দাবার বোর্ড আছে, ওটা বাবা ফার্স্ট প্রাইজ জিতেছিল।
আমার বাবার পুঁথিগত শিক্ষা সম্পর্কে তোদের আগেই বলেছি, কিন্তু বিশ্বাস কর 'কর্ণকুন্তীসংবাদ' একবারও না দেখে যখন নির্ভুলভাবে আবৃত্তি করে, আমি অবাক হই, এও কি সম্ভব!
বাবা এদেশে আসার পর আবৃত্তি শেখে, এজন্য কোনও ক্লাস জয়েন করেনি, আমার এক কাকা কলেজে পড়তো, ওর কাছে রবীঠাকুরের একটা সঞ্চয়িতা ছিল, সেটাই পড়তো আর এখান-সেখানের আবৃত্তি দেখেই যা শিখেছে। বাবা এখনও সময় পেলেই আমার সঞ্চয়িতা নিয়ে বসে, কখনও মা'কে উপন্যাস পড়ে শোনাই। সব-ই আগ্রহ বুঝলি!
দেখ, শিক্ষা নিয়ে সক্রেটস, স্বামী বিবেকানন্দ আর রবীন্দ্রনাথ ঠাকুরের কোনও তাত্ত্বিক ব্যখ্যাই যাব না। আমার কাছে আমার 'বাবা-ই' শিক্ষার রোল মডেল। চাকরির জন্য কোনদিন পড়াশোনা করেনি, করেছে প্রকৃত শিক্ষাই শিক্ষিত হতে।
আজ বাবার দুটো আবৃত্তিও দিলাম, তোরা শুনবি কী শুনবি না, সেটা তোদের ব্যাপার, ক্লাউড এ আপলোড করলাম যাতে দীর্ঘদিন থাকে, আর আমার ছেলে, নাতিনাতনিও ভবিষ্যতে জানতে পারে শিক্ষার আসল উদ্দেশ্য কী?
Listen to মূল্যপ্রাপ্তি recited by বাবা by Sùdìp Sèn #np on #SoundCloud
https://soundcloud.com/s-d-p-s-n/recited-by-1
Alternative Download Link https://www.dropbox.com/s/qwk0euhzkf84fyd/%E0%A6%AE%E0%A7%82%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BF.mp3?dl=0
পূজার সাজ
https://www.dropbox.com/s/e6vanr9pw93tiui/Pujar%20Saj.mp3?dl=0
বাবা ছোট থেকেই অনেক কবিতা আবৃত্তি করে শোনাতো, এই অপদার্থ ছেলের দুই থেকে দশের ঘরের নামতা মুখস্থ করতেই এক যুগ কেটে গেছিল। আর কবিতা!
কোনদিন-ই কোনও বিষয়ে বাবার সমকক্ষ হতে পারিনি, আর পারব-ও না।
বাবা এখনও রোজ তিনটে করে দৈনিক সংবাদপত্র পড়ে, যে কোনও সামাজিক বা রাজনৈতিক ঘটনার উপর আলোচনা করতে বললে বাবার সাথে পেরে ওঠা কঠিন। এছাড়াও জমিই মাপ আর বিয়ের আয়োজনে বাবার প্রায়শই ডাক পড়ে। বাবার এখনও যা ফিটনেস আত্মীয়পরিজন কিছুতেই বুঝতেই পারে না, যে আমি বাবার সন্তান, এই বয়সে ময়ূরাসন-এ বাবার সাথে চ্যালেঞ্জ নেওয়া কঠিন। বাবা বেশ ভাল দাবা খেলে। আমাদের ঘরে এখনও একটা কাঠের বড় দাবার বোর্ড আছে, ওটা বাবা ফার্স্ট প্রাইজ জিতেছিল।
আমার বাবার পুঁথিগত শিক্ষা সম্পর্কে তোদের আগেই বলেছি, কিন্তু বিশ্বাস কর 'কর্ণকুন্তীসংবাদ' একবারও না দেখে যখন নির্ভুলভাবে আবৃত্তি করে, আমি অবাক হই, এও কি সম্ভব!
বাবা এদেশে আসার পর আবৃত্তি শেখে, এজন্য কোনও ক্লাস জয়েন করেনি, আমার এক কাকা কলেজে পড়তো, ওর কাছে রবীঠাকুরের একটা সঞ্চয়িতা ছিল, সেটাই পড়তো আর এখান-সেখানের আবৃত্তি দেখেই যা শিখেছে। বাবা এখনও সময় পেলেই আমার সঞ্চয়িতা নিয়ে বসে, কখনও মা'কে উপন্যাস পড়ে শোনাই। সব-ই আগ্রহ বুঝলি!
দেখ, শিক্ষা নিয়ে সক্রেটস, স্বামী বিবেকানন্দ আর রবীন্দ্রনাথ ঠাকুরের কোনও তাত্ত্বিক ব্যখ্যাই যাব না। আমার কাছে আমার 'বাবা-ই' শিক্ষার রোল মডেল। চাকরির জন্য কোনদিন পড়াশোনা করেনি, করেছে প্রকৃত শিক্ষাই শিক্ষিত হতে।
আজ বাবার দুটো আবৃত্তিও দিলাম, তোরা শুনবি কী শুনবি না, সেটা তোদের ব্যাপার, ক্লাউড এ আপলোড করলাম যাতে দীর্ঘদিন থাকে, আর আমার ছেলে, নাতিনাতনিও ভবিষ্যতে জানতে পারে শিক্ষার আসল উদ্দেশ্য কী?
Listen to মূল্যপ্রাপ্তি recited by বাবা by Sùdìp Sèn #np on #SoundCloud
https://soundcloud.com/s-d-p-s-n/recited-by-1
Alternative Download Link https://www.dropbox.com/s/qwk0euhzkf84fyd/%E0%A6%AE%E0%A7%82%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BF.mp3?dl=0
পূজার সাজ
https://www.dropbox.com/s/e6vanr9pw93tiui/Pujar%20Saj.mp3?dl=0
0 Comments
একটি মন্তব্য পোস্ট করুন