- তুমি জানো আমি কেন পিসিবাড়ি যাব?
- কেন?
- আমার পিসিবাড়িতে একটা অনেক বড় পুকুর আছে... ওই পুকুরে আমি ইচ্ছেমত চান করতে পারি... মা তো পিসিবাড়ি যায়না... তাই চান করে আমার চোখ লাল হয়ে গেলেও বারণ করার মত কেউ থাকেনা।
- বাহঃ!
- ওখানে দুপুর হলেই পুকুরে অনেক মোষ নামে সাতার কাটতে। তুমি কি জানো মোষের পিঠে চড়ে পুকুর পার হওয়া যায়!
- নাতো! এটা তো জানতাম না। কিন্তু তোর পিসির বাড়ির মোষগুলো কী আকাশে উড়তে পারে? আমার পিসিবাড়িতে যেতে গঙ্গা পেড়োতে হয়.. ওই গঙ্গার ঘাটে অনেক মোষ বাঁধা থাকে। মোষের পিঠে চড়ে লেজটা জোরে নাড়লেই সেটা উড়তে থাকে। নদী পার হয়ে গেলে আবার নামিয়ে দেয়।
- আরিব্বাস! তাহলে তো দেখছি তোমার পিসিবাড়ি যাওয়াই ভাল!
- হুমম। তুই যাবি?
- যেতাম। কিন্তু অনেক ভেবে দেখলাম আমার পিসি বাড়িতে যাওয়াই বেশি লাভ।
- কেন?
- আমি আজ ভোরে সুন্দর একটা স্বপ্ন দেখেছি... আচ্ছা ভোরের স্বপ্ন কী সত্যি হয়?
- হুমম... কিসের স্বপ্ন?
- পিসিবাড়ির পুকুরটাতে আমি চান করতে নেমেছি, ডুবন জলে সাতার কাটছি হঠাত একটা কালো হাড়ি জলের মধ্যে দিয়ে ভেসে আসছে...
- তারপর...
- আমি হাড়িটা তুলে দেখি অনেক টাকা... সব দুহাজার টাকার নোট...
- বাহ্!
- আমি মাথাটা না মুছেই টাকা নিয়ে দোকানে চলে গেছি... তোমার মত একটা বড় মোবাইল কিনতে...
- তোর পড়নে কোনও প্যান্ট ছিল? নাকি...?
- ওটা ঠিক মনে নেই...
- তারপর?
- মোবাইল কিনে সারাদিন গেম খেলছি... দাদার মত সি.ও.সি...অনেক অস্ত্র কিনেছি, সৈন্য কিনেছি আর অ্যাটাক দিচ্ছি।
- বাহঃ
- তারপর টয়লেট গেছি মোবাইলটা নিয়ে। আর হাত থেকে মোবাইলটা পড়ে গেছে... আমি কিছুতেই তুলতে পাচ্ছিনা। খুব কান্না করছি...
- তারপর...
- তারপর আবার কী! মা এসে ডেকে দিল, প্রাইভেট যাওয়ার জন্য... মা কেন একটু আগে ডাকলো না? তাহলে তো আর মোবাইলটা নষ্ট হতনা! আচ্ছা! এখন তুমি বলো আমি যদি পিসিবাড়ি যায় তাহলে কী কালো হাড়িটা ভাসতে দেখবো? আমি তোমায় কথা দিচ্ছি মোবাইল নিয়ে টয়লেটে যাব না... তুমি শুধু বলো আমি পিসিবাড়ি গেলেই ওই কালো হাড়িটে ভাসতে দেখবো কিনা!
- কেন?
- আমার পিসিবাড়িতে একটা অনেক বড় পুকুর আছে... ওই পুকুরে আমি ইচ্ছেমত চান করতে পারি... মা তো পিসিবাড়ি যায়না... তাই চান করে আমার চোখ লাল হয়ে গেলেও বারণ করার মত কেউ থাকেনা।
- বাহঃ!
- ওখানে দুপুর হলেই পুকুরে অনেক মোষ নামে সাতার কাটতে। তুমি কি জানো মোষের পিঠে চড়ে পুকুর পার হওয়া যায়!
- নাতো! এটা তো জানতাম না। কিন্তু তোর পিসির বাড়ির মোষগুলো কী আকাশে উড়তে পারে? আমার পিসিবাড়িতে যেতে গঙ্গা পেড়োতে হয়.. ওই গঙ্গার ঘাটে অনেক মোষ বাঁধা থাকে। মোষের পিঠে চড়ে লেজটা জোরে নাড়লেই সেটা উড়তে থাকে। নদী পার হয়ে গেলে আবার নামিয়ে দেয়।
- আরিব্বাস! তাহলে তো দেখছি তোমার পিসিবাড়ি যাওয়াই ভাল!
- হুমম। তুই যাবি?
- যেতাম। কিন্তু অনেক ভেবে দেখলাম আমার পিসি বাড়িতে যাওয়াই বেশি লাভ।
- কেন?
- আমি আজ ভোরে সুন্দর একটা স্বপ্ন দেখেছি... আচ্ছা ভোরের স্বপ্ন কী সত্যি হয়?
- হুমম... কিসের স্বপ্ন?
- পিসিবাড়ির পুকুরটাতে আমি চান করতে নেমেছি, ডুবন জলে সাতার কাটছি হঠাত একটা কালো হাড়ি জলের মধ্যে দিয়ে ভেসে আসছে...
- তারপর...
- আমি হাড়িটা তুলে দেখি অনেক টাকা... সব দুহাজার টাকার নোট...
- বাহ্!
- আমি মাথাটা না মুছেই টাকা নিয়ে দোকানে চলে গেছি... তোমার মত একটা বড় মোবাইল কিনতে...
- তোর পড়নে কোনও প্যান্ট ছিল? নাকি...?
- ওটা ঠিক মনে নেই...
- তারপর?
- মোবাইল কিনে সারাদিন গেম খেলছি... দাদার মত সি.ও.সি...অনেক অস্ত্র কিনেছি, সৈন্য কিনেছি আর অ্যাটাক দিচ্ছি।
- বাহঃ
- তারপর টয়লেট গেছি মোবাইলটা নিয়ে। আর হাত থেকে মোবাইলটা পড়ে গেছে... আমি কিছুতেই তুলতে পাচ্ছিনা। খুব কান্না করছি...
- তারপর...
- তারপর আবার কী! মা এসে ডেকে দিল, প্রাইভেট যাওয়ার জন্য... মা কেন একটু আগে ডাকলো না? তাহলে তো আর মোবাইলটা নষ্ট হতনা! আচ্ছা! এখন তুমি বলো আমি যদি পিসিবাড়ি যায় তাহলে কী কালো হাড়িটা ভাসতে দেখবো? আমি তোমায় কথা দিচ্ছি মোবাইল নিয়ে টয়লেটে যাব না... তুমি শুধু বলো আমি পিসিবাড়ি গেলেই ওই কালো হাড়িটে ভাসতে দেখবো কিনা!
0 Comments
একটি মন্তব্য পোস্ট করুন