১।
নাহয় তুমি মিথ্যা কিছু বলো
তাহাই আমি সত্য বলে ভাবি
কীহয় যদি সত্যিটা ভুল ধরে
আমরা আবার একসঙ্গে চলি...

২।।
ভাবনায় আজ শর্ত বেঁধেছি যত..
কত লোক বুঝি মৃত্যুর আগেই মৃত..!

৩।।।
ছুঁয়েছি শব্দ, এসেছি কাছে, বেসেছি ভাল বাড়তি...
মাপিনি গ্রোথ, দেখিনি জিডিপি, আজ... ট্যুইন ব্যালেন্স শীটে ঘাড়তি...

৪।।।।
তারপর নিশ্বাসে বিশ্বাসে তুমি...
দূর থেকে কাছে পাওয়া বসন্তে তুমি...
রাতে-বাতে- বেনিয়মের মাঝপথে 
ধুম জ্বরের জড়িবুটি তুমি...
তবু মনে প্রশ্ন আসে জানো!
তোমার মত আমি যদি হই...
আমার মত তুমি হওনা ক্যানো?

৫।।।।।
দু-ইঞ্চি রোদ তোমার ঠোঁটের কাছে,
ভুলেছি মোহ, ভুল হয়েছে পাছে..!
আমার বৃষ্টিরা কী তোমায় ছাড়া বাঁচে?
'ফিরতে চাই...' কিন্তু... 
ফেরার কী আর কোনও পথ আছে?