বয়স বাড়ার সঙ্গেসঙ্গে সঙ্গর সংখ্যা ক্রমেক্রমে কমে আসে... একই সঙ্গে তুমি ইন্ট্রোভার্ট... সকলের সান্নিধ্যে স্বচ্ছন্দ নও... হাতে গোনা কয়েকজন মানুষ, তারা ব্যস্ততার সঙ্গে 'ইন আ কমপ্লিকেটেড রিলেশনশিপ'। আর থাকা না থাকার 'সে' কোনও এক ঝড় রাতের বিদ্যুতের মত....সাময়িক ভাবে আসছে আর যাচ্ছে..। সময়ের ঘড়িতে ভালোবাসার লিপ-ইয়ারের অপেক্ষা...।

 সেইসব করুণার সুতো দিয়ে গাঁথা সম্পর্কের জন্য মায়া হয়... একসঙ্গে গোটা একটাদিন না কাটিয়েও, যখন তুমি তার সাথে পাঁচটা বছর কাটিয়ে দাও...। সুপ্রিমকোর্ট হোয়াটসঅ্যাপে ট্রিপিল তালাক রুখতে আইনকানুন নিয়ে ব্যস্ত; আর তুমি ব্যস্ত তোমার হোয়াটসঅ্যাপের স্ট্যাটাসে তোমার জন্য তাকে আরও কিছুক্ষণ অপেক্ষায় রাখার অপেক্ষায়...ভগবান! তুমি তো প্রেমের পৃথকীকরণে বিশ্বাসী নও! তখন সন্ধ্যা.. সময়ের ষড়যন্ত্রে তুমি ক্লান্ত... তুমি কাউকে ভীষণভাবে চাইছ... একমাত্র তার উপস্থিতি তোমার জিইয়ে থাকা সমস্ত যন্ত্রণার উপশম ঘটাতে পারে... তুমি আকাশের দিকে মুখ তুলে তাকিয়ে আছো.....

 হঠাত ফুচকাওয়ালার ঘন্টার শব্দ শোনা গেল... তার পিছন পিছন ঘটিগরম..... আর তোমার টিন্ডারে নোটিফিকেশন... টু ম্যাচ ফাউন্ড...।