- আর বিকেলে নদীর ধারে একলা বসে কী করো?
- অঙ্ক করি, উচ্চতা এবং দূরত্ব....
- তুমি অর্থনীতি পড়... গ্রস ন্যাশনাল প্রডাকশন না বাড়াতে পারলে বাজেটের ঘাটতি মেটাতে পারবেনা।
- জানি। জি.এন.পি ইক্যুয়াল টু জি.ডি.পি প্লাস এক্স মাইনাস এম। যেমন ধর, তুই তোর বাড়ির জি.এন.পি, যেদিন তোর বাড়ি থেকে মাইনাস হয়ে আমার কাছে আসবি প্লাস হয়ে, সেদিন থেকেই তুই আমার নিট জি.ডি.পি।
- তাহলে দূরত্বের অঙ্ক কেন করো?
- ধর, তোর বাবা প্রেসিডেন্ট, আর তোর মা গভর্নর। হঠাত একদিন আমাদের সম্পর্কের কথাটা জানতে পেরে তোর উপর প্রেসিডেন্ট মহাশয় গভর্নরের পরামর্শে প্রেসিডেন্সিয়াল রুল জারি করে দিল, তখন তো আর তোর উপর আমার ফান্ডামেন্টাল রাইট থাকবে না! ভবিষ্যতের কথা ভেবেই দূরত্ব বাড়াচ্ছি....
- ও! তুমি তাহলে আমার সঙ্গেও আর পাঁচটা মেয়ের মতই ট্রিট করবে, আমি ভেবেছিলাম তোমার মনের সংবিধানে আমার জন্য কোনও স্পেশাল স্টেটাস আছে, থ্রি হান্ড্রেড সেভেন্টি....
- স্পেশাল স্টেটাসের ঝামেলাটাও স্পেশাল... কখনো চিন বলে আমার তো কখনও পাকিস্তান...
আচ্ছা! তোর কি আমি ছাড়াও চিন, পাকিস্তান আছে?
- না... আমার ভূখন্ডের পুরোটাই তোমার.....
- পুরোটাই?
- হুমমম... শুধু অর্থনীতির প্রশ্নে আমি তোমার থেকে অনেক দূরে হারিয়ে যাই....
Sudip Sen
23rd April
0 Comments
একটি মন্তব্য পোস্ট করুন