যখন ঘরের আনাচকানাচ খুঁজে ভালোবাসা পাওয়া যায়না... পুরনো বই এর থাকের মধ্যে থাকা পাখির রঙিন পালকের বাচ্চা পাড়ার যুক্তিহীন মতবাদ বিজ্ঞনমনস্ক মন তুড়ি মেরে তাড়িয়ে দেয়... যখন 'তুমি আছো' ভাবনাগুলো অ্যান্টিডিপ্রেশনের ডোজের মত দ্রুত ক্রিয়াশীল হয়... মনটা কোনও বাঁধা মানে না...
ছাব্বিশ মাইল পথ ছুটতে প্রস্তুত...
তখন ইতিহাস পড়া শেষ হয়নি, ভূগোল অনেকটা বাকি, রাজনীতির সহজ পাঠে দুশো সাত ফুট উচ্চতায় জাতীয় পতাকা উত্তোলনের ব্যাখ্যা খোঁজে... আর অর্থনীতির অঙ্ক অনস্তিত্ব... এই পৃথিবীর কোনও তুমিই তুমি হতে পারেনা... সবই আসন্নমানে শূন্য...
Sudip Sen
22.03
0 Comments
একটি মন্তব্য পোস্ট করুন