সময় আমার শত্রু হতে চায়
দিন দুপুরও রাত হয়ে যায়,
সন্ধেবেলা নিজেকে আপন করা
পথ হারিয়েও নিজের কাছে ফেরা,
সসীম স্বপ্ন, অসীম কর্ম
পৌনঃপুনিক আমার ধর্ম,
'সঙ্গ তোমার' কোন্ নিয়মে গড়বো?
আজ যে আমি ছায়ার সাথে লড়ব!
Sudip Sen