আরও একটু সময় থাকতে পারতে
আরও একটু সময় হাঁটতে পারতে
নাহয় বলতে আরও কিছু মিথ্যা কথা
প্রেম, ভালোবাসা অথবা মনের আত্মহত্যা

আজ অমাবস্যার রাত
এক চিলতে আলো, তবু নির্ঘুম দুটো সাত
ভয় পেয়োনা
তোমায় ভালোবাসতে বলছিনা

রাম, আল্লাহ, ক্রাইস্ট অথবা পাড়ার মাতাল
ছাগল, গরু, আম-জাম-লিচু-কাঁঠাল
তোমার কথা আমার সবাই জানে
ওরাও তোমায় সম্রাজ্ঞী মানে

শুনছ নাকি! ডাক এসেছে ওই..
সেপ্টেম্বর? চব্বিশ? দুচ্ছাই তুমি কৈ?
এইতো অন্ধকার! একটা মৃত্যু অথবা আরও
আজও আমায় ফিরিয়ে দিতে পারো।

Sudip Sen