- ভাই, পড়াশোনা কতদূর?
- এই সেমিস্টার হলে বাঁচি।
- ফোর্থ সেমিস্টারের খুব বাজে অবস্থা। আমিও পুরো ঘেটে আছি।
- তোর মাল কেমন আছে?
- মাল, মালের মতন।
- শোন না, গতকাল তোর মালটা দেখলাম চন্দ্রচূড়ের সাথে বেশ ঢলাঢলি করছে!
- তাই! শালাকে না ক্যালালে সোজা হবেনা দেখছি।
- ভাই তোর ফেসবুকের ডিপিটা দারুণ!
- থ্যাংকস।
- কিন্তু ভাই, দাঁতক্যালিয়ে কিভাবে প্যারিসের ভিক্টিমদের সমবেদনা জানালি?
- এটাই ট্রেন্ড, বুঝলি কিনা? মার্ক জুকারবার্গ করেছে! আমি তো চুনোপুঁটি।
- ভাই, তামিলনাড়ুতে বন্যা হয়েছে শুনেছিস?
- নাতো! কেন বলতো? নতুন কোনও এফবি অ্যাপ এসেছে?
- আরে না। সেরকম মিডিয়া কভারেজ পাচ্ছে না, আর এফবি অ্যাপ!
- কেন প্যারিসের বেলায় তো এসেছিল? দেশের সমস্ত চ্যানেল মিনিটে মিনিটে লাইভ আপডেট দেখাল! আর দেশের এই সঙ্কটাবস্থায় নীরব কেন? ইভেন আমিই জানতাম না!
- আমার দেশের মানুষের জীবনের দাম বড্ড কম রে!
Sudip Sen
4 Dec 15
- এই সেমিস্টার হলে বাঁচি।
- ফোর্থ সেমিস্টারের খুব বাজে অবস্থা। আমিও পুরো ঘেটে আছি।
- তোর মাল কেমন আছে?
- মাল, মালের মতন।
- শোন না, গতকাল তোর মালটা দেখলাম চন্দ্রচূড়ের সাথে বেশ ঢলাঢলি করছে!
- তাই! শালাকে না ক্যালালে সোজা হবেনা দেখছি।
- ভাই তোর ফেসবুকের ডিপিটা দারুণ!
- থ্যাংকস।
- কিন্তু ভাই, দাঁতক্যালিয়ে কিভাবে প্যারিসের ভিক্টিমদের সমবেদনা জানালি?
- এটাই ট্রেন্ড, বুঝলি কিনা? মার্ক জুকারবার্গ করেছে! আমি তো চুনোপুঁটি।
- ভাই, তামিলনাড়ুতে বন্যা হয়েছে শুনেছিস?
- নাতো! কেন বলতো? নতুন কোনও এফবি অ্যাপ এসেছে?
- আরে না। সেরকম মিডিয়া কভারেজ পাচ্ছে না, আর এফবি অ্যাপ!
- কেন প্যারিসের বেলায় তো এসেছিল? দেশের সমস্ত চ্যানেল মিনিটে মিনিটে লাইভ আপডেট দেখাল! আর দেশের এই সঙ্কটাবস্থায় নীরব কেন? ইভেন আমিই জানতাম না!
- আমার দেশের মানুষের জীবনের দাম বড্ড কম রে!
Sudip Sen
4 Dec 15
0 Comments
একটি মন্তব্য পোস্ট করুন