নিস্তব্ধ বিকেলে একলা চাঁদের নীচের দুপাশে পাতাবাহারি গাছের সন্নিবিষ্ট পাকা রাস্তার উপর দিয়ে হাটতে হাটতে যখন হেডফোনে গান বাজে...
সায়াদ....এহি হ্যায় পেয়ার অথবা পের....

রাস্তার ওপাশ দিয়ে একে অপরের হাত ধরে এগিয়ে আসে একজোড়া পরিযায়ী টিয়াপাখি। মনের জানালা দিয়ে অনেক কথাই বেরোয়, ঈশ! আমার যদি থাকতো....... অবিলম্বে মুখ বন্ধ...হাঁ করে কিছুক্ষণ দাঁড়িয়ে পরি, আরে! ছেলেটাতো আমার মতই ক্যাবলা!
রবার্ট ব্রুস! তুমি আজ কিং লিয়ার। বুকে সাহস আনো, দ্যাখো...মেয়েটা কত সুন্দরী! তোমারও হবে..... আসন্ন বিধানসভা নির্বাচনে তোমারও হবে....।