নিত্যদিনের বিবাদী মন তবু তারে খুঁজে যায়...
আমি বোঝায় সংসারে কলহ বিদ্যমান। অবিরত অভাব, অনাচার হাহাকার লেগেই আছে। তারপর মুগ না মুসুর ডাল, ছেলেপুলের দিস্তা খাতা, আমুল দুধ, ল্যাক্টোজেন। বুকের দুধের বড় টান।
সে চুপ করে রয়। সংসারে অশান্তি আছে। আছে ঝগড়াবিবাদ। তবু কেন এ মোহ?
মন মুখ খোলে...
অশান্তি দেখেছ? অশান্তির পরের নীরবতা দেখেছ নিশ্চয়! হাহাকারের শেষে চাওয়া পাওয়া দেখে থাকবে বোধহয়। নীরবতা ভঙ্গ করে দিনের শেষে এই যে একাত্ম হওয়া! একেই বলে সংসার, একেই বলে ভালবাসা।
আমি বোঝায় সংসারে কলহ বিদ্যমান। অবিরত অভাব, অনাচার হাহাকার লেগেই আছে। তারপর মুগ না মুসুর ডাল, ছেলেপুলের দিস্তা খাতা, আমুল দুধ, ল্যাক্টোজেন। বুকের দুধের বড় টান।
সে চুপ করে রয়। সংসারে অশান্তি আছে। আছে ঝগড়াবিবাদ। তবু কেন এ মোহ?
মন মুখ খোলে...
অশান্তি দেখেছ? অশান্তির পরের নীরবতা দেখেছ নিশ্চয়! হাহাকারের শেষে চাওয়া পাওয়া দেখে থাকবে বোধহয়। নীরবতা ভঙ্গ করে দিনের শেষে এই যে একাত্ম হওয়া! একেই বলে সংসার, একেই বলে ভালবাসা।
0 Comments
একটি মন্তব্য পোস্ট করুন