- নমষ্কার!
- পেন্নাম, তো বলুন আপনি আবার কোন মতলবে?
- আপনার প্রোফাইল পিকচার, কী সুন্দর দেখতে আপনি! মুখটা ঐশ্বরিয়া রায়, বুকটা আয়েষা টাকিয়া, হাঁসিটা মাধুরী আর ঠোঁট পুরো ক্যাটরিনা কাইফ....
- সেতো শুধু ছবি দেখেই, অন্যকিছু সালি নিয়নের মত।
- এরকম বলবেন না প্লিজ, খুব লাগে।
- কোথায়? ঠ্যাঙের মাঝে?
- না, বুকে।
- আপনাদের বুক বেঁচে আছে এখনও?
- থাক এসব কথা, ক্যান আই এড ইউ?
- দেখুন, আমি তো আর মাদার টেরিজা নয়, যে বলবেন আর  এড করে নেব! আমাকে এড করার চার্জ লাগে।
- সেটা কেমন?
- শুধু এড করলে একশ টাকা। ভ্যাট ছারা। দামদর করলে ভ্যাট চাপে।
- আচ্ছা! আর যদি রোজ কথা বলি, তাহলে?
- সেটা নির্ভর করে আপনি কতদিন কথা বলছেন তার উপর। আজকালকার যুগে সাধারণত একজনের প্রতি তিনমাসের বেশী ইন্টারেস্ট থাকে না। তিনমাস কথা বললে আমি নাইন হান্ড্রেড নিই।
প্রিপেড অর্ডার। কাস্টোমারদের প্রতি আমি বড্ড লয়াল। তিনমাসের আগে আমার কথা বলার ধৈর্যচ্যুতি ঘটলে ফুল পেমেন্ট রিফান্ড করি।
- আমার সারাজীবনের একটাই  শখ, সুন্দরী মেয়ে পাশে রেখে ছবি তুলে ফেসবুকের কভার পিক বানাবো। আমি একটু ঝুকে থাকবো, আমার বাঁহাতের উপর সেই ললনার শরীর, দুজনের মুখ এক সমান্তরাল সরলরেখাই বিন্যস্ত। আচ্ছা, সেটা কী সম্ভব?
- দেখুন আপনি যদি চান ঠোঁটে ঠোঁট লাগানোর ছবি দেবেন, তাও সম্ভব। তবে সব কিছুর-ই আলাদা চার্জ আছে।
- আচ্ছা! আমার ফেসবুকের 'ইন আ রিলেশনশিপ' স্ট্যাটাস টা যদি আপনার সাথে রাখি, তার কত চার্জ?
- মান্থলি ফাইভ হান্ড্রেড এন্ড নাইনটি নাইন।
- আপনাকে চুমু খাওয়ার চার্জ কত?
- সেটা নির্ভর করে আপনি কোথায় খেতে চান, তার উপর... গাল,কপাল,ঠোঁট অথবা আরও ঘনিষ্ঠ জাগায়।
একেক জাগার একেক রকম চার্জ।
- আচ্ছা, একটা কথা বলুন তো, আপনি কী করেন?
- বললেই আপনার আগ্রহের উষ্ণতার পারদ হঠাৎ করে কমে শূন্যতায় পরিণত হবে। আমি নিষিদ্ধ সম্পর্কের একজন একনিষ্ঠ সেবিকা। ইন্ডিয়ান জিডিপি আর গ্লোবাল ইকোনমিতে আমরা একটা বড় অংশ কন্ট্রিবিউট করি। প্রস্টিটিউসন ডাচ ইকোনমিকে চাঙ্গা করতে কতটা অবদান রাখে খোঁজ নিয়েছেন?
ইউকে  $17 বিলিয়ন ইল্লিগাল ড্রাগ এবং প্রস্টিটিউসন থেকে এস্টিমেট করে।
আমাদের দেশের কতশত উকিল, দাক্তার, ব্যবসায়ী, শিল্পপতি আমাদের সেবা গ্রহণ করে খবর রাখেন? সব শুয়োরের বাচ্চা চরিত্র নিয়ে প্রশ্ন তোলে... কোনদিন জানার চেষ্টা করেছেন কেন মেয়েরা এই প্রফেশনে আসে? আমারও ইচ্ছে হয় এই চার দেওয়ালের বাইরে বেড়িয়ে খোলা বাতাস নিই। নিতে পারবেন সেই রিস্কটা? পালাতে পারবেন আয়েষা টাকিয়ার বুক আর ঐশ্বরিয়ার মুখ নিয়ে নতুন করে ঘর বাঁধতে? পারবেন না মশাই! পারবেন না।