আমাদের ভালোবাসা,ভালোবাসা নয়, বিয়োগান্তক নাটকে বিয়োগের পরে পড়ে থাকা অবশিষ্ট যন্ত্রণার সুরা পান।
তবু আনন্দাশ্রুতে প্রেমের দগ্ধ পোড়া কাঠ ঠোঁটের আগায় এগিয়ে নিয়ে আলতো করে চুমি। ওষ্ঠ ক্ষয়ীভুত হয়। তুমি কি তার খোঁজ রাখো?

ফুরিয়ে যাওয়া প্রেমের সংরক্ষিত স্মৃতিচিহ্ন মনের মনিকোঠায় অভিজ্ঞান হয়ে জমতে থাকে....তবু 'ভালোবাসি' বললে চিতার আগুন ছাড়তে পারি...বর্ষার প্রথম কদম গুঁজে দিতে পারি তোমার চুলে। তারপর পাড়ি দিতে পারি স্মৃতিরোমন্থনে।
আমি তো কখনও স্পর্শ চাইনি! চাইনি ঠোঁটে ঠোঁট!
অথবা পরমানন্দ পণ্যজাত করে পরের লালসা মেটাতে!
তবে কি চেয়েছিলাম?
প্রবল আকাঙ্ক্ষাতেও যারে পাওয়া যায় না....
মরিচীকার সদ্য প্রস্ফুটিত গোলাপ...
অথবা শহরের ঘিঞ্জিতে গুটকা-পানের পিকের অতলে বেড়ে ওঠা বেলফুল।
কিংবা, কোনও এক ঊষর পাহাড়ি বাঁকের ফুল...
তুমি আমায় আর একটা 'তুমি' দিতে পারো?
তোমার মতো অনেককেই পেয়েছি, কিন্ত বিশ্বাস কর, তারা কেউ 'তুমি' নয়!
তাই,আজ মনের জানালা বন্ধ করে,অন্ধ ঘরে দিন কাটাই...
হয়তো আমার বুকের ভিতর রক্ত ঝরে, কিন্তু সে ক্ষরণ সানন্দে  সহ্য করে যায়।

"যাহারা শান্তভাবে সহ্য করে তাহারা গভীরতররূপে আহত হয়"