#আমি_সবসময়_সিরিয়াস_লেখা_লিখিনা
#ইয়ার্কি_টিয়ার্কিও_করতে_জানি
"চেহারাটা দিনদিন শকুনের মত হচ্ছে, খেয়াল রাখিস?" :)
"একটু মোটা হও,You're sooooooooooo thin.. ":)
জানিস আমি  Slim,ক্যাটরিনা কাইফের মত :p
আমার জিরো ব্যালেন্সের Account,
"তোর টা আর জিরো নেই,এখন Negative এ রান করছে" :পি
এই সব শুনি,আর আমি 'Teeth' কেলিয়ে হাঁসি।
আয়নার সামনে গিয়ে দেখি সত্যিই তো,শালা মুখে ব্রণ বেড়েছে, ব্লাক স্পট আর ঝিরি ঝিরি ফুঁসকুড়ি।চুল পেকেছে।পায়ের নখ যে বড় হয়,এটা কোনদিন ই জানতাম না।
একদিনে এতকিছু  নোটিস করলাম যে আর হজম হল না।
তারপর ভাবি...আমি শালা ঠিক ই আছি,আমার মত,নবারুণ দা'র 'হারবার্ট'।
মোটা হওয়ার ভাবনাটা অঙ্কে নোবেল পাওয়ার মত।দিব্যি এখন লোকাল ট্রেনের চার নম্বর সিট'টাতে চেপেচুপে বসে যেতে পারি।শরীরটা এত ফ্লেক্সিবেল,আর কি চাই?ইজি স্লিম টি'এর বিজ্ঞাপন দেখে হতচকিত হইনা,বরং ব্যাগভর্তি চকলেটের Instant Energy তে,দুপুরের মিল স্কিপ করি।
তবু মাঝে মধ্যে ভাবি,আজকালকার আলট্রামডার্ণ যুগে ভাল বাংলার থেকে শর্টকাট ইংরেজির গ্রহণযোগ্যতা অনেক বেশি।জীবন চলে Wanna,Gonna আর.. Gotta তে।আর আমি? শালা!এখনো Backdated রয়ে গেলাম।ইংরেজিতে অনার্স করে,এখনো বাংলাতে পরে আছি। 'হারবার্ট' থেকে চলে যায়"The Love Song of J. Alfred Prufrock' এ...বিশ্বাস কর..আমি ইংরেজি লিখতে পারি কিন্তু বাংলার মত ইংরেজিতে আঁকতে পারিনা শব্দের চিত্রলেখা।
তাই,সমাজের সাথে তাল মিলিয়ে,ইংরেজি বলি।আর গ্রহণযোগ্যতা বাড়ানোর জন্য মোটা হওয়ার শখের ভুতটা মাথাচাড়া দেয়।