চৌত্রিশ বছর বামফ্রন্টের বীজয় রথ থামিয়ে,হঠাৎ তৃণমূলের উত্থান। অথবা কংগ্রেস এবং বিজেপি কে ধরাশায়ী করে আপ'এর দিল্লির মসনদ দখল।
সব ই পরিবর্তনের পরিপন্থী। তবে পরিবর্তন আরো অনেক ভাবে হতে পারে, যে ছেলেটা শব্দের সমুদ্রে ডুবে হাবুডুবু খেত,সে সঠিক শব্দচয়ন শিখেছে। এড়িয়েছে বানান ভুল।বুঝেছে কথার পরিমাপ, জেনেছে 'লাইক' দেওয়া বারণ।
হঠাৎ মনের 'মনন' জাগে,আজ তো তোমাই নিয়ে কিছু লেখা হ'লনা।না ভুলতে বসিনি,আর কোনদিন ই ভুলতে পারবোনা। তোমাই নিয়ে ভাবনাগুলো অনেকটা হোমিওপ্যাথিক ওষুধের মত।খেতেও মিষ্টি লাগে,আবার রোগ ও সারে।এর পরেও ভুলতে বল?মনে করিয়ে দাও তোমার ব্রান্ড কনসিয়াসনেস।আরে,আমি ই তো এক ফুটপাথের জিন্স।দলা পাকিয়ে পড়ে থাকি অভিমানের ডাস্টবিনে।তারপর আবার সোজা হয়ে দাড়ায়।পিঁপড়ে লাগা মিষ্টির রস থেকে নিজেকে পরিশুদ্ধ করি।আমার একগুঁয়েমি চিন্তাগুলো এক একটা কাঠ পিঁপড়ে। যার জ্বালাতে আমি জর্জরিত।এর পর চোখ বুঝি।একটা দীর্ঘশ্বাস নিয়।আর মনে পড়ে যায় তোমার ক্লিপের কথা...মনে পড়ে যায় ক্লিওপেট্রার কথা........