#Diary_of_an_Anonymous_Girl

চারিদিক মেঘের চাদরে মোরা।আমি,আমার একলা ঘড়,আমার ভাবনা আর আমার একলা আকাশ আর আকাশের একলা পাখি।সবার পাশে একাকিত্ব সমাচ্ছন্ন।

পাশে সবাই আছে,অথচ কেও নেই।এমনো হতে পারে কেও আমাকে বোঝেনা অথবা আমি-ই কাওকে বুঝিনা।
শেষ কবে বাবা মার সাথে একসাথে খেতে বসেছি মনে পড়ছেনা। আমাদের সেই বাড়িটা কেমন আছে?নিম গাছটা কতটা বড় হয়েছে?পুঁই গাছ'টা এখনো কি বেঁচে আছে?আমি সেই ছোট্ট হাত দিয়ে একটা পুঁই এর মাচা করে দিয়েছিলাম।পুঁই গাছটা বারবার নীচে ঝুলে পড়ছিল,আমি ততবার-ই ওটাকে সোজা করার চেষ্টা করেছিলাম।এখন আর পারিনা।নিজেকেই সোজা করতে পারিনা।আমি যেন পুঁই গাছের মত নুইয়ে পড়ছি।আচ্ছা আমাই কি কেও এখন সোজা করবেনা!হাত বাড়িয়ে আমাকে নতুন করে বাঁচতে শেখাবেনা??

জীবন আমাকে অনেক কিছুই শিখিয়েছে......
জানি যাদের ঘড় বাড়ি নেই,রাস্তায় শুয়ে দিন কাটাই তাদের অনেক কষ্ট,কিন্তু আমার কষ্ট কম কোথাই?আমার কষ্ট অনেক বেশী,কারণ আমার কষ্ট টা কেও দেখতে পাইনা।এটা একান্তই আমার দুঃখ।আর আমি এই অপরিসীম দুঃখের একমাত্র অধীকারি।দুঃখের দলিল কি ভগবাণ শুধুআমার নামে লিখে গেছেন?
জীবনের একটা গুরুত্বপূর্ণ সময়ে আমি আমার জীবনের প্রিয় মানুষ গুলোকে হারিয়েছি।আমার দাদু,দিদা আর প্রিয় বন্ধু।লিখতে লিখতে চোখে জল এসে গেল।তবু আমাকে লিখতেই হবে।
এখন যেখানে থাকি একাই থাকি,যদিও একজন অভিভাবক আছে আমার দেখাশোনার জন্য।
পড়াশোনাতে একদম মন বসাতে পারিনা।অথচ আগে সব ঠিকঠাক ছিল।কোন কিছুতেই নিজের প্রতি ভরসা পাইনা।ভাবি Yoga অথাবা  Gym এ গিয়ে Exercise করবো তাও পারিনা।হঠাৎ করে পাশ থেকে কে কি বলে!আর আমি আমার সব ভরসা হারিয়ে ফেলি।
ফেসবুকে কয়েকটা বন্ধু  Add করা আছে,মাঝে মধ্যে ওদের সাথে কথা বলি। আমার মনে হয় ওরাই আমাকে ঠিকঠাক বুঝতে পারে।মাঝে মধ্যে মনে হয় রিয়েল  ওয়ার্ল্ড থেকে ভার্চুয়াল ওয়ার্ল্ড ই  ভাল।কেও কখনো আঘাত করেনা,এখান থেকে একটা মানসিক সান্তি পাওয়া যায়।
সারাটা দিন যখন চার দেওয়ালের মধ্যে কেটে যায়,একটু বেড়োতে ইচ্ছে করে,পারিনা।অনেক নিয়ম শৃঙ্খলার মধ্যে থাকতে হয়।মাঝে মধ্যে মনে হয় মেয়ে হয়ে জন্মানো মানে...........।

না!
আবার নতুন করে শুরু করতে হবে, নতুন করে ভাবতে হবে।নিজের মধ্যে নতুন করে ভরসা জোগাতে হবে।একটু একটু করে নিজেকে নতুন করে গড়ে তুলতে হবে।