#ভুলভাল_থিওরি
নৃবিদ্যা ও সমাজবিদ্যা অধ্যয়ন না করিয়া আমি যাহা বুঝিয়াছি তাহা হইলো....
বুদ্ধিদীপ্ত মহিলার Requirements বোঝা কঠিন।
"Simone de Beauvoir" নামক গ্রন্থের থিওরি বর্তমানের প্রগতিশীল মহিলার উন্নয়নশীল ভাবনার প্রতি কোনরূপ আলোকপাত করা সম্ভব নহে।তাহার একদিকে চাই 'Husband' দাক্তার হউক, Simultaneously তাহার অতীতের স্কুল টিচার বন্ধুটির প্রতি অতীতবেত্তা স্মৃতিবিজড়িত করিতে থাকে।আর ইহা হয়তেই Professionalism & Emotionalism এর দ্বন্দ্ব শুরু হয়।যাহা ঘটানাক্রমে 'To do or not do' পর্যায়ে পৌঁছয় এবং কালক্রমে তাহারা এক কিংকর্তব্যবিমূঢ় অবস্থার মধ্যে দিয়ে কালযাপন করিতে থাকে।
নৃবিদ্যা ও সমাজবিদ্যা অধ্যয়ন না করিয়া আমি যাহা বুঝিয়াছি তাহা হইলো....
বুদ্ধিদীপ্ত মহিলার Requirements বোঝা কঠিন।
"Simone de Beauvoir" নামক গ্রন্থের থিওরি বর্তমানের প্রগতিশীল মহিলার উন্নয়নশীল ভাবনার প্রতি কোনরূপ আলোকপাত করা সম্ভব নহে।তাহার একদিকে চাই 'Husband' দাক্তার হউক, Simultaneously তাহার অতীতের স্কুল টিচার বন্ধুটির প্রতি অতীতবেত্তা স্মৃতিবিজড়িত করিতে থাকে।আর ইহা হয়তেই Professionalism & Emotionalism এর দ্বন্দ্ব শুরু হয়।যাহা ঘটানাক্রমে 'To do or not do' পর্যায়ে পৌঁছয় এবং কালক্রমে তাহারা এক কিংকর্তব্যবিমূঢ় অবস্থার মধ্যে দিয়ে কালযাপন করিতে থাকে।
0 Comments
একটি মন্তব্য পোস্ট করুন