"মনে রেখো অর্জুন, যে মন একাগ্র সেই মনই সাফল্য লাভ করে থাকে। যে মন দুহাজার বিষয়ে নিয়োজিত হয়, সে মনের শক্তি ইতস্ততঃ বিক্ষিপ্ত হয়।...."

নাহ্! নাকের ভিতরের রোমরাজি শ্বাসপ্রশ্বাসে বাধা দিচ্ছে, অবিলম্বে তা ছাঁটাই করা প্রয়োজন...  দেওয়ালে টাঙানো পলিথিনের ব্যাগ থেকে কাঁচি বের করে মুখের সামনে আয়না ধরে ছাঁটতে শুরু করেছি....

মুখটা কি আজকাল খুব বেশি কালো দেখাচ্ছে? মুখের ব্রণগুলো একটু বেড়েছে মনে হচ্ছে... বাঁ দিকের গালে এই কালো দাগটা কবে হলো? ঠোটের নীচে ছোট্ট একটা ফুস্কুড়ি হয়েছে... হাল্কা স্পর্শ হলেই কাঁটা ফোটার মত তিড়িক করে ওঠা তীক্ষ্ণ যন্ত্রণা করছে....

বেশ কিছুদিন আগে একজন স্কিন স্পেশালিষ্ট দেখিয়েছিলাম, কিছু ওষুধপাতি তিনি দিয়েছিলেন বটে, তবে তা খাওয়া হয়নি... আজ সেগুলো খোঁজাখুঁজি করতে হবে... অবিলম্বে স্কিনের যত্ন নেওয়া উচিত...

এই ব্রণগুলো বেশি খুঁটলে অর্ধসেদ্ধ ভাতের মত কিছু একটা বেরোবে, সেটাকে বের করে ফেলে দিলে দুএক ফোটা রক্ত বেরোতে পারে... তারপর সেখানে ক্রিম অথবা হাল্কা পাউডার দিলেই রক্ত বন্ধ... একটা সময় এই ব্রণগুলো সেরে যাবে, কিন্তু একটা ডার্ক স্পট পড়ে... ছোট্ট একটা তিলের মত ডার্ক স্পট.... পুরণো ব্রণগুলোর কালো দাগগুলো এখনও রয়ে গিয়েছে... একদিন মিলিয়ে যেতে পারে আবার নাও পারে... সব দাগ মেলায় না....

আমি ব্রণগুলো খুঁটতে শুরু করলাম। আজকের মিশন চারটে ব্রণ। ব্রণ থাকলে মুখটা খুব খারাপ দেখায়, খুব সামনে থেকে ছবি তুলে হোয়াট্সঅ্যাপের অতিপরিচিত কাউকে পাঠানো যায় না। সেই ছবি দেখলে নিজেরই ঘেন্না করে। 

ব্রণ চারটে তোলা হয়েছে, কিন্তু মুখটা খুব কালো দেখাচ্ছে...।  এই তো কিছুদিন আগেই সরস্বতীপূজোতে ফেসওয়াশ করলাম...সেইদিন তো ভালোই ফর্সা লাগছিল,  এত তাড়াতাড়ি কালো হয়ে গেলাম!

বাড়িতে নিজে নিজে ফেস ওয়াশ করা যায়, কিন্তু পার্লারের মত হয়না... ওরা বেশ যত্ন নিয়ে ফেস ওয়াশ করে, সঙ্গে ম্যাসাজ করে দেয়। পার্লারে যাওয়াই ভাল..  কিন্তু কালই যে শেভ করলাম! আজও কী আরেকটা শেভ.....?

পার্লারে বেশ লম্বা লাইন। এখনকার প্রায় প্রত্যেকটা ছেলেই মেয়েদের মতই 'আউটলুক' নিয়ে অত্যন্ত সচেতন। পাশের পেপারে হায়দ্রাবাদ, জেএনইউ, হরিয়ানা, যাদবপুর, আর বাজেট উড়ছে...  এই ধরণের খবর বিরক্তিকর....  পেজ থ্রির মশলাদার ছবিগুলো বেশ ভাল....

ফেস ওয়াশের পর মুখটা বেশ পরিষ্কার দেখাচ্ছে, ভাবছি হোয়াট্সঅ্যাপের অতিপরিচিত কাউকে একটা ক্লোজড ছবি পাঠাব কিনা! শেভড করলে এমনিতেই দেখতে ফর্সা লাগে... সানগ্লাসটা পরে একটা সেল্ফি তুলব কী! প্রোফাইল পিক......!

দোকানে অনেক মুখে মাখার ক্রিম পাওয়া যায়। গুগুল সার্চ করে দেখতে হবে এই বসন্তে আমার অইলি স্কিনের জন্য কোন ক্রিম পারফেক্ট, সেটাই কিনব....

প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে। স্নান শেষ করে ড্রেস চেঞ্জ করছি... জামাকাপড়ে সিলেক্টিভ হওয়া প্রয়োজন; সাধারণত জিন্সের সাথে নীল কিংবা ভায়োলেট কালারের টিশার্ট পরা আমার অভ্যাস.... 

বাঁ হাতে করে লেদারের বেল্ট এগিয়ে নিয়েছি... হঠাত দেখি খোলা বই এর পৃষ্ঠা উড়ছে... প্রায় চার ঘন্টা আগে বইটা খুলে রেখে আমি নাকের রোমসমূহ ছাঁটতে গিয়েছিলাম.....

বই এর পৃষ্ঠা উল্টেপাল্টে দেখলাম.... বড়বড় অক্ষরে লেখা...

"মনে রেখো অর্জুন, যে মন একাগ্র সেই মনই সাফল্য লাভ করে থাকে। যে মন দুহাজার বিষয়ে নিয়োজিত হয়, সে মনের শক্তি ইতস্ততঃ বিক্ষিপ্ত হয়।...."